শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২০, ০৩:৫৮ রাত
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২০, ০৩:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিচ্ছিন্ন ব্রিটেন, দেশটির সঙ্গে বিমান, রেল যোগাযোগ বন্ধ করল একাধিক দেশ

রাশিদুল ইসলাম : ]২] আগের চেয়ে ৯৬ শতাংশ বেশি সংক্রমণ ছাড়ায় এমন নতুন ধরনের করোনাভাইরাস শনাক্তের কথা ঘোষণার পর ব্রিটেনের ফ্লাইট চলাচলের ওপর এ নিষেধাজ্ঞা দেয় নেদারল্যান্ডস, বেলজিয়াম, কানাডা, আয়ারল্যান্ড, জার্মানি, লাটভিয়া, এস্তোনিয়া, ইসরায়েল, তুরস্ক, ফ্রান্স ও ইতালি। ইউরোপীয় ইউনিয়ন আরো সমন্বিত পদক্ষেপ নিতে যাচ্ছে। ডেইলি মেইল/স্টারইউকে/সান

[৩] যুক্তরাজ্যের সঙ্গে ট্রেন চলাচলও নিষিদ্ধ করেছে বেলজিয়াম। স্থানীয় সময় রোববার মধ্যরাত থেকেই যুক্তরাজ্য থেকে আসা ফ্লাইট এবং ট্রেন বন্ধ করে দেয়া হয়েছে।

[৪] নেদারল্যান্ডস সরকার জানিয়েছে, একই সময় থেকেই যুক্তরাজ্যের সব যাত্রীবাহী ফ্লাইটের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকবে ১ জানুয়ারি পর্যন্ত।

[৪] ফ্রান্সের নিউজ চ্যানেল বিএফএমটিভিও জানিয়েছে,যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট এবং ট্রেন চলাচল নিষিদ্ধ করার কথা ভাবছে ফরাসি সরকার। এ ব্যাপারে শিগগিরই ঘোষণা আসছে।

[৫] বিমান যোগাযোগ বন্ধ হওয়ায় হিথরো সহ বিভিন্ন বিমান বন্দরে হাজার হাজার যাত্রীরা আটকা পড়েন। আর লকডাউনে নতুন করে রয়েছে ২০ মিলিয়ন ব্রিটিশ নাগরিক।

[৭] পর্তুগাল শুধু দেশটির নাগরিকদের ব্রিটেন থেকে আসতে দিচ্ছে। চেক রিপাবলিক ব্রিটেন ফেরত যাত্রীদের বাধ্যতামূলক ১০ দিনের কোয়ারেন্টাইনের ব্যবস্থা করছে।

[৮] ওয়ার্ল্ডোমিটার ইনফো বলছে যুক্তরাজ্যে ২০ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৬৭ হাজার ৭৫ জন। সর্বশেষ দিনে রেকর্ড ৩৫ হাজার ৯২৮ জন আক্রান্ত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়