শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২০, ০২:৫৮ রাত
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২০, ০২:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে বিয়ের অনুষ্ঠানে হামলার ঘটনায় এক নারীর মৃত্যু

অহিদ মুকুল: [২] জেলার সোনাইমুড়ীতে বিয়ের অনুষ্ঠানে হামলার ঘটনায় আহত নারী নুর নাহার (৬০) শনিবার রাতে ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন।

[৩] এ ঘটনায় আহত অবস্থায় ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত নুর নাহার ওই উপজেলার হীরাপুর গ্রামের মোস্তফা চেয়ারম্যানের বাড়ির নুরুল হকের স্ত্রী।

[৪] জানা যায়, গত বৃহস্পতিবার হীরাপুর গ্রামের মোস্তফা চেয়ারম্যানের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে কনের গোসলের ছবিসহ মেয়েদের ছবি তুলতে চায় একই বাড়ির মোশারফ নামে এক বখাটে যুবক। এতে বাধা দেয় মিলনসহ অন্যান্যরা।

[৫] বর পক্ষ কনে নিয়ে চলে যাওয়ার পর রাতে এ নিয়ে মোশারেফের সাথে কথাকাটি হয়। একপর্যায়ে মোশারেফ ১০/১২ জন বহিরাগত সন্ত্রাসী নিয়ে এসে মাহফুজুর রহমান(২৬), নুর নাহার(৬০), আবুল কালাম(৪৯), কুলসুম আক্তার (১৯) সহ অন্তত ১০ জনকে কুপিয়ে জখম করে।

[৬] এদের মধ্যে মাহফুজুর রহমান ও নুর নাহার কে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি কারা হয়। পরে নুর নাহারের অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকায় প্রেরণ করা হয়।

[৭] সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়