শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২০, ০২:৩০ রাত
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২০, ০২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুয়াকাটা পৌর নির্বাচন: আ’লীগের ১৩ নেতাকে বহিষ্কার

কুয়াকাটা প্রতিনিধিঃ [২] পৌর নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুয়াকাটা ও তার পার্শ্ববর্তী লতাচাপলী ইউনিয়নের মোট ১৩ আওয়ামী লীগ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

[৩] ওই সকল আওয়ামী লীগ নেতা নৌকা মার্কার প্রার্থী আঃ বারেক মোল্লার বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হাওলাদারের জগ মার্কার পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগ করা হয়েছে। দলীয় শৃংখলা ভঙ্গের কারণে কুয়াকাটা ও লতাচাপলী ইউনিয়ন আওয়ামী লীগের পৃথক পৃথক সভায় ওই ১৩ নেতাকে চূড়ান্ত বহিষ্কার করেন।

[৪] এরা হলেন, কুয়াকাটা পৌর আওয়ামী লীগ এর সদস্য আঃ রব মাঝি, আঃ হক মাঝি, মোঃ রমজান আলী বিশ্বাস, এমএ বারী আজাদ, মোঃ আবু হানিফ, মোঃ ছগির মোল্লা, মোঃ খোকন বিশ্বাস, মোঃ আলী হাওলাদার। লতাচাপলী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবু সাইদ ফকির, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন কাজী, সদস্য মোঃ সেকান্দার মাঝি, আঃ মান্নান বেপারী, লতাচাপলী ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম ফকির। গত ১৯ ডিসেম্বর পৌরসভা ও ইউনিয়নে পৃথক পৃথক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হলেও ২০ ডিসেম্বর (রোববার) গণমাধ্যকে অবহিত করা হয়েছে।

[৫] এ ব্যাপারে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ মোতালেব তালুকদার বলেন, কুয়াকাটা পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এবং দলীয় শৃংখলা ভঙ্গের জন্য কুয়াকাটা ও লতাচাপলী ইউনিয়নের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়