শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২০, ১০:৪৮ দুপুর
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২০, ১০:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৫০ হাজার প্রভাবশালীর অবৈধ দখলে অস্তিত্ব হারাচ্ছে দেশের নদনদী : কমিশন চেয়ারম্যান

শিমুল মাহমুদ: [২] বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে তোলা হাজী সেলিমের পুত্র মোহাম্মদ সোলাইমান সেলিমের প্রতিষ্ঠান মদিনা মেরিটাইম লিমিটেডের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ।

[৩] রোববার বেলা ১২টার দিকে অভিযান চালিয়ে কেরানীগঞ্জের ঝাউচরে নদীর তীরে অবৈধভাবে গড়ে তোলা সিমেন্টের ব্লক তৈরির কারখানা, দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেয় সংস্থাটি।

[৪] রাজনীতিক, সংসদ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, আমলাসহ প্রায় ৫০ হাজার প্রভাবশালী ব্যক্তি সারাদেশের নদীর জায়গা অবৈধভাবে দখল করে রেখেছেন। সারাদেশে সম্প্রতি জাতীয় নদীরক্ষা কমিশনের পরিদর্শন ও পরিবীক্ষণ শেষে এক কার্যপত্রে এই তথ্য উঠে এসেছে।

[৫] উচ্ছেদ অভিযানে অংশ নেয়া বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক গুলজার আলী বলেন, নদীর সীমানায় যা কিছু পাওয়া যাবে তা উচ্ছেদ করা হবে। দখলদার কে তা বিবেচনায় নেয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

[৬] এদিকে নদীর সুরক্ষায় নেওয়া প্রকল্পগুলো বাস্তবায়নে বরাদ্দ অর্থের ‘সিংহভাগ নিয়ে’ দুর্নীতি হয় বলে মন্তব্য করেছেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার। ‘নদী ভাঙন ও সিকস্তি-পয়স্তি আইন’ শিরোনামে নদী অধিকার মঞ্চ আয়োজিত এক অনলাইন সভায় তিনি এ কথা বলেন।

[৭] নদীকে ‘শোষণ’ করা হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, নদী দখল-দূষণ বন্ধ করা, নাব্যতা ফিরিয়ে আনার জন্য যে প্রকল্পগুলো নেওয়া হচ্ছে, তার ৫০ শতাংশ সঠিকভাবে ব্যয় হয়- এ আশার বাণী আমাকে কেউ শোনায়নি। বরং তারা বলে, কমপক্ষে ৭০ শতাংশ, একশ টাকা হলে ৭০ টাকা নাই; পকেটে নিয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়