মহসীন কবির: [২] রোববার (২০ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। মামলার শুরু থেকে শহিদ উদ্দিন চৌধুরী পলাতক রয়েছেন। ৭১ টিভি ও চ্যানেল২৪
[৩] শহিদ উদ্দিন চৌধুরীকে ১৬৪ ধারায় এক বছর, ১৬৫ ধারায় তিন বছর এবং ১৬৬ ধারায় পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এক ধারার সাজা শেষ হওয়ার পর আরেক ধারার সাজা শুরু হবে। সেক্ষেত্রে শহিদ উদ্দিন চৌধুরীকে ৯ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালত সূত্রে জানা গেছে।
[৪] আয়কর ফাঁকির অভিযোগ এনে ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর ঢাকার কর অঞ্চল-৯ এ মামলা করেন সহকারী কর কমিশনার শেখ আলী হাসান। গত ২৮ সেপ্টেম্বর তার বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত ১১ জনের সাক্ষ্যগ্রহণ করেন।