শিরোনাম
◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১৫ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২০, ০৮:৫০ সকাল
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২০, ০৮:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘আমরা সংকটের মধ্যে রয়েছি’, প্রথমবারের মতো মার্কিন পরিবেশ সংস্থার দায়িত্বে কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে নিয়োগ

লিহান লিমা: [৩] নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার পরিবেশ ও জ্বালানি দলকে সবার সামনে পরিচয় করিয়ে দিয়ে বলেছেন, ‘এ দল জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উচ্চাভিলাসী পরিকল্পনা বাস্তবায়নে নেতৃত্ব দেবে।’ এপি/সিএনএন

[৪] বাংলাদেশ সময় রোববার ওয়াশিংটনের ডেলাওয়্যার থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জো বাইডেন বৈশ্বিক মহামারী সংকট, দাবানল, মৌসুমি ঝড়, বন্যা ও খরার মতো জলবায়ু পরিবর্তনের ভয়াবহ চিত্র তুলে ধরেন। তিনি বলেন, আমরা গভীর সংকটের মধ্যে রয়েছি। মহামারী মোকাবেলার মতো জলবায়ু পরিবর্তন ইস্যুতেও জাতীকে ঐক্যবদ্ধ হতে হবে। নষ্ট করার মতো সময় নেই।’

[৫] সিনেটের অনুমোদন পেলেই বাইডেনের পরিবেশ সুরক্ষা ও জ্বালানি টিমের নিয়োগ চূড়ান্ত হবে। যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থা (ইপিএ)-এ প্রধান হিসেবে কৃষ্ণাঙ্গ আমেরিকান মাইকেল রিগ্যানের নাম ঘোষণা করা হয়েছে। জ্বালানি বিভাগের প্রধান হিসেবে মিশিগান অঙ্গরাজ্যের সাবেক গভর্নর জেনিফার গ্র্যানহলম, পরিবেশগত মান বিষয়ক কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে ব্রেন্ডা ম্যালরি, জাতীয় জলবায়ু উপদেষ্টা হিসেবে জিনা ম্যাকার্থি ও উপ-জাতীয় জলবায়ু উপদেষ্টা হিসেবে আলী জায়েদীর নাম ঘোষণা করা হয়েছে ।

[৬] প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই বাইডেন ঘোষণা দিয়েছিলেন, আগামী ২০ জানুয়ারী প্রেসিডেন্সির দায়িত্ব গ্রহণের পরদিনই যুক্তরাষ্ট্রকে পুনরায় প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরিয়ে আনবেন তিনি। বাইডেন বলেন, ‘যুক্তরাষ্ট্র জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বকে নেতৃত্ব দেবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়