শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২০, ০৬:৪৩ সকাল
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২০, ০৬:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে ইয়াবাসহ আটক-২, মোটরসাইকেল ও অটোরিক্সা জব্দ

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৯হাজার৬৫০পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব-১৫।

[৩ ]শনিবার বেলা১১টার দিকে পৌরসভার কায়ুকখালী পাড়া থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটককৃত হলেন, সাবরাং ইউনিয়নের পেন্ডল পাড়ার আব্দুস সালামের ছেলে হেলাল উদ্দিন(২৭) ও রুহুল্লা ডেপা এলাকার মৃত হোসেন আহাম্মদের ছেলে নুর মোহাম্মদ(২০)।

[৪] শনিবার রাতে এ তথ্যটি নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া)এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার কায়ুকখালী পাড়া বাঁশের গুদামের সামনে সড়কের উপর মাদক ব্যবসায়ীরা ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে।এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযানে যায়।র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অটোরিক্সা ও মোটরসাইকেলযোগে পালিয়ে যাওয়ার সময় দুই যুবককে আটক করতে সক্ষম হয়।পরে ধৃতদের মোটরসাইকেল এর সিটের নিচে লুকায়িত অবস্থায় ৯ হাজার ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।ওই সময় মাদক পাচারে ব্যবহৃত একটি অটোরিক্সা ও মোটরসাইকেল জব্দ করা হয়।

[৫] তিনি আরো বলেন,জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করে যে দীর্ঘদিন ধরে টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে।উদ্ধারকৃত মোটরসাইকেল,অটোরিক্সাও ইয়াবাসহ আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়