শরীফ শাওন: [২] শিক্ষার্থীদের সেলফ লার্নিং পদ্ধতিতে পাঠদানের বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। অনলাইন প্রশিক্ষণের বিষয়গুলো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ওয়েবসাইটে দেয়া থাকবে জানিয়েছেন প্রতিষ্ঠানটির শিক্ষাক্রম উইং সদস্য অধ্যাপক মশিউজ্জামান।
[৩] মশিউজ্জামান বলেন, প্রশিক্ষণের বিষয়ে আমরা গণসংযোগ অধিদপ্তরের অধীন এ টু আই প্রকল্প কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছি। প্রশিক্ষণের কাজে হয়তো তাদের উন্মুক্ত পাঠ বা শিক্ষক বাতায়ন প্ল্যাটফর্মগুলো ব্যবহার করতে পারি। প্রশিক্ষণপ্রাপ্ত হয়েই শিক্ষকরা শিক্ষার্থীদের পাঠদান করবে। ফলে শিক্ষার্থীদের মূল্যায়ন সহজ হবে।
[৪] মূলত ২০২২ শিক্ষাবর্ষের নতুন কারিকুলাম তৈরি করেছে এনসিটিবি। সেখানে অ্যাসাইনমেন্টকে মূল্যায়নের মানদণ্ড না রেখে প্রথম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের সেল্ফ লার্নিং পদ্ধতিতে পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। সেখানে যে অ্যাসাইনমেন্ট দেয়া হবে সেগুলো শিক্ষার্থীরা নিজে বা দলগতভাবে সমাধান করার মধ্য দিয়ে তাদের ক্রিটিক্যাল থিঙ্কিং, কো-অপারেশন এবং কোলাবোরেশন স্কিলগুলো গ্রো করবে। এরই আলোকে ২০২১ শিক্ষাবর্ষ থেকেই পাঠদানের লক্ষ্যে নির্ধারণ করেছে এনসিটিবি।