শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২০, ০৮:৫২ সকাল
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০২০, ০৮:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোহাম্মদ রুবেল: স্বৈরাচারীর বন্দুকের নল নানান কারণে নিত্য উঁচা হইয়া থাকে

মোহাম্মদ রুবেল: বলা হইতেছে, তোমার ধর্ম- মানে খোদ মানবতা বা মনুষ্যধর্ম যদি বাঁচাইতে চাহ তো তোমাকে তোমার মান-মর্যাদা, ইজ্জত-সম্মান, তোমার স্বাধীনতা, তোমার জাতীয় আত্মনিয়ন্ত্রণাধিকার, এক কথাটা তোমার ‘আপনকেও মারিয়া ফেলিতে হইবে। এককথায় বলিতে, তুমি যদি এই জীবন লইয়া কী করিবে তাহা স্থির করিতে চাহ, তো ‘এই জীবন লইয়া কি করিবো? -এই প্রশ্নটাই আর করা চলিবে না। ধরা যাক তুমি বলিলে, স্বাধীনতা ছাড়া তোমার তো দিবার আর কিছুই নেই। তোমার সতীত্ব-স্বামীত্ব তো আগেই আমরা কাড়িয়া লইয়াছি।

‘সুখ’ এমন জিনিস যাহা আপনার থাকিতে পারে, নাও থাকিতে পারে। অনেকটা টাকার মতন। এমনকি আপনার প্রাণও এই স্তরের জিনিস।এই আছে এই নাই। অথচ স্বাধীনতা বা ইজ্জত-সম্মান অন্য স্তরের জিনিস। স্বাধীনতা আর মানুষ এই কারণেই সমার্থক শব্দ হইয়াছে। স্বাধীনতা নেই তো মানুষও নেই। স্বাধীনতার জন্যই মানুষ প্রাণধারণ করে। স্বাধীনতার ছায়া মৃত্যুর পরপার পর্যন্ত শুইয়া থাকে। মানুষ যদি স্বাধীনতার জন্য প্রাণ দিতে পারে, তবেই না সে স্বাধীন মানুষ। আর যে মানুষ প্রাণের জন্য স্বাধীনতা সমর্পন করে সে দাস। যে মানুষ স্বাধীনতার জন্য ন্যায়বিচার বিসর্জন দেয় সে মানুষ স্বাধীনতা ব্যবসায়ী। একই যুক্তিতে, যে মানুষ ন্যায়বিচারের স্বার্থে খোদ স্বাধীনতা পর্যন্ত বিসর্জন দিতে রাজি সে হয়তো স্বৈরাচারী। তার মানে অবশ্যই এই নহে যে স্বৈরাচার মাত্রই ন্যায়বিচার ব্যবসায়ী। স্বৈরাচারীর বন্দুকের নল নানান কারণে নিত্য উঁচা হইয়া থাকে।

‘হয় প্রাণ নয় টাকা’ অথবা ‘হয় স্বাধীনতা নয় মৃত্যু’-এই দুই ধরনের পরীক্ষাই স্বাধীনতা ব্যবসায়িকে নিত্য পাস করিতে হয়। এমনই তাহার কপাল। এক পরীক্ষায় বিশেষ ধরিয়া সামান্য হারাইতে হয়। আর পরীক্ষায় যাহা চাই তাহা পাই না, যাহা পাই তাহা চাই না। এই যে অরক্ষণীয়া রক্ষার সাধনা, এই যে স্বাধীনতা, তাহাই মানুষকে মানুষ করিয়াছে। মানুষ স্বাধীন হইয়া জন্মাইয়াছিল -এই বাক্য না বলিয়া আমরাও একদিন হয়তো বলিতে পারিব, স্বাধীনতাই মানুষ আকারে জন্মগ্রহণ করিয়াছে। বাংলাদেশ রাষ্ট্রের বিজয় দিবসে ইহার চাইতে বেশি কিছু ব্যক্ত করিবার সাহস মোর ঘটে নেই।  ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়