শিরোনাম
◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২০, ০৫:১৪ সকাল
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০২০, ০৫:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] র‌্যাব ও ডিএনসির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার, দম্পতিসহ আটক ১৫

নিজস্ব প্রতিবেদক : [২] রাজধানীর বিভিন্ন স্থান ও চট্টগ্রামের বাকলিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, ফেন্সিডিল ও গাঁজাসহ ১৫ জনকে আটক করেছে র‌্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক মাদক মামলা হয়েছে।

[৩] শুক্রবার র‌্যাব-২ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকায় অভিযান চালিয়ে জিয়াউল হক (৪০), জাবেদ বিন আজিজ (৪০) নামের দুজনকে আটকক করে ব্যাটালিয়নের একটি দল। এ সময় তাদের সঙ্গে থাকা পুরাতন ট্রাভেল ব্যাগের ভেতর তল্লাশি করে ১৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তাদের দেয়া তথ্যে ধানমণ্ডি ২৭ নম্বর রোড এলাকায় অভিযান চালায় র‌্যাবের দলটি। সেখানে মোটরসাইকেলে মাদকের চালান নিয়ে যাওয়ার সময় নোমান হোসেন (৩৯) নামের একজনকে আটক করা হয়। তার কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ১৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

[৪] এদিকে র‌্যাব-১০ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার পুরান ঢাকার গেন্ডারিয়ার করাতিটোলা এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৫১৫পিস ইয়াবা, ২টি মোবাইল ফোন ও নগদ ২ হাজার টাকাসহ আব্দুল খালেক ওরফে তামিম (৩০) ও তার স্ত্রী মোছা. মেঘলা আক্তারকে (২৭) আটক করা হয়।

[৫] একইদিন পৃথক অভিযান চালিয়ে গাজীপুর বাসনের টেকনগপাড়া বিআরটিসি ট্রেনিং সেন্টার এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ১০০পিস ইয়াবা, ৩টি মোবাইল ও নগদ ২ হাজার টাকাসহ আশিকুর রহমান (১৯), ইব্রাহিম (২৬) ও রিফাত খান (২৬) নামের তিনজনকে আটক করাহয়।

[৬] বৃহস্পতিবার রাতে রাজধানীর কদমতলীর মুরাদপুর মাদ্রাসা রোড এবং রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় পৃথক অভিযান চালিয়ে আব্দুল আজিজ (৫৫) ও লিটন সরদার (২৮) নামের দুজনকে ৫০ গ্রাম গাঁজা ও ৫০পিস ইয়াবাসহ আটক করে র‌্যাব-১০ দুটি দল।

[৭] একইদিন দক্ষিন কেরানীগঞ্জের শুভাঢ্যা পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে সাহিদ (৪০) নামের একজনকে ৩০০ গ্রাম গাঁজাসহ আটক করেছে র‌্যাবের পৃথক একটি দল।

[৮] এছাড়া র‌্যাব-১০ এর পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার চকবাজারের কামালবাগ এলাকায় অভিযান চালিয়ে ৫৩০ বোতল ফেনসিডিলসহ দ্বীন ইসলাম (২৮) ও মোতাহার আলী ওরফে বিদ্যুৎ (২৫) নামের দুজনকে আটক করেছে ব্যাটালিয়নের একটি দল। ফেন্সিডিল ছাড়াও তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি ট্রাক, ২টি মোবাইল ফোন ও নগদ ৮ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে।

[৯] এদিকে ডিএনসির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের উপ পরিচালক মো. রাশেদুজ্জামান বলেন, শুক্রবার বিকেলে বাকলিয়ার নতুন ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে মমতাজ (৩৫) ও তার ভাই নুরুল আমিনকে (২৩) ২৭ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে ডিএনসির কোতায়ালী সার্কেল।

সম্পাদনা: ফরহ্দ বনি নূর

  • সর্বশেষ
  • জনপ্রিয়