শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২০, ০৭:৩১ সকাল
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০২০, ০৭:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৫ ডিসেম্বর চট্টগ্রামে মুক্তি পাচ্ছে দেশের প্রথম ইংরেজি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দি গ্রেভ’

ইমরুল শাহেদ: আগামী ২৫ ডিসেম্বর চট্টগ্রামের সিলভার স্ক্রিনে মুক্তি পাচ্ছে দেশে প্রথম ইংরেজী ভাষা ব্যবহার করে নির্মিত ‘দি গ্রেভ’। বাংলায় ছবিটির নাম রাখা হয়েছে গোর। সরকারি অনুদান পাওয়া গাজী রাকায়েত পরিচালিত ও অভিনীত এই ছবিটি সিলভার স্ক্রিনে এক যোগে দুটি হলে দুই ভাষাতেই প্রদর্শিত হবে বলে পরিচালক-অভিনেতা জানিয়েছেন।

ছবিটির বাংলায় গোর রাখা হয়েছে কেন জানতে চাওয়া হলে গাজী রাকায়েত বলেন, প্রথমত গোর সর্বজন পরিচিত একটি আঞ্চলিক শব্দ। দ্বিতীয়ত গল্পটি একজন ঘোর খোদকের। ১৭ ডিসেম্বর সন্ধ্যায় প্রায় সাড়ে তিন মিনিট দৈর্ঘ্যের একটি ট্রেলার প্রকাশ করা হয়েছে।

তিনি বলেন, ট্রেলারটি তার নিজের ইউটিউবে প্রকাশ করা হয়েছে। গোর খোদকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মঞ্চ ও টেলিভিশনের অভিজ্ঞ নির্মাতা রাকায়েত নিজেই। সঙ্গে আছেন মৌসুমী হামিদ। ইমপ্রেস টেলিফিল্মের সহ-প্রযোজনায় এতে আরও অভিনয় করেছেন দিলারা জামান, মামুনুর রশীদ, আশিউল ইসলাম, সুষমা সরকার, এ কে আজাদ সেতু, দীপান্বিতা, ওমর ফারুক প্রমুখ।

ছবিটি প্রসঙ্গে গাজী রাকায়েত বলেন, ‘সব ছবি দুই ভাষায় নির্মাণের দরকার নেই। তবে কিছু চলচ্চিত্র প্রয়োজনীয়। সেই ভাবনা থেকেই ‘গোর’ ইংরেজিতেও নির্মাণ করা হয়েছে। অনেকে হয়তো ভাবতে পারেন এটি ডাবিং চলচ্চিত্র। কিন্তু আমরা দুটি ছবিই আলাদা শুট করেছি।’

তিনি বলেছেন ঢাকায় মুক্তির জন্য তিনি বসুন্ধরা সিনেপ্লেক্সের সঙ্গে কথা বলেছেন। তারা তাকে এখনো কোনো নির্ধারিত সময় বলতে পারেনি। তারা যখন সময় দেবে, তখনই ছবিটি মুক্তি ঢাকায় পাবে। নতুবা ঢাকায় মুক্তির জন্য ভিন্ন কিছু ভাবতে হবে।

তিনি বলেন, ‘লস এ্যাঞ্জেলসেও একটি সিনেমা হল নিয়েছেন। সেখানে বেশির ভাগ অস্কার মনোনয়ন পাওয়া ছবিগুলো প্রদর্শিত হয়ে থাকে। যদি করোনার প্রকোপ কমে যায় তাহলে জানুয়ারির মাঝামাঝি সেখানে ছবিটি মুক্তি পাবে। দি গ্রেভ ছবির শুটিং হয়েছে দোহারের শাইনপুকুর গ্রামে। সেখানে ঘন জঙ্গল ছিল। সাপের বসবাস ছিল স্থানটিতে। সেই জঙ্গল পরিষ্কার করে সেখানে বাড়ি নির্মাণ করা হয়। শুধু বাড়িই না, রীতিমতো গৃহস্থের বাড়ি; যেখানে লাউয়ের মাচা, মুরগি পালন, গরু-ছাগল সবই ছিল। এভাবেই শুটিং হয়েছে চলচ্চিত্র দুটির। ‘গোর’ নামের একটি ৫৫ মিনিটের নাটককে উপজীব্য করে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন গাজী রাকায়েত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়