শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২০, ১০:৪৭ দুপুর
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২০, ১০:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছিনতাই চক্রে রিকশাচালক, রাজধানীতে ঘুরছে এগারো গ্রুপ

ইসমাঈল ইমু : [২] টার্গেটকৃত যাত্রীকে গন্তব্যে পৌছে দেয়ার জন্য তোলা হয় রিকশায়। পেছেন থেকে অনুসরণ করে আরেকটি রিকশা। এরপর সুবিধামতো জায়গায় গতিরোধ করে ছিনিয়ে নেয়া হয় অর্থকড়ি।

[৩] এরা পেশায় রিকশাচালক, থাকেন বস্তিতে। কিন্তু এসবই তাদের লোক দেখানো কাজ। তাদের মূল পেশা ছিনতাই করা। এ কাজরে জন্য তারা গড়ে তুলেছেন সংঘবদ্ধ একটি চক্র। ছিনতাইয়ে তারা বাহন হিসেবে ব্যবহার করেন রিকশা। পুলিশ বলছে চক্রটি বিগত ৮ থেকে ১০ বছর ধরে রাজধানীতে ছিনতাই চালিয়ে আসছে।

[৪] চলতি বছরের ৫ আগস্ট। আইনজীবী আল মামুন ভূঁইয়া রিকশায় ওঠেন পুরান ঢাকার রায়সাহেব বাজার থেকে। তার গন্তব্য গুলিস্তান। কিন্তু, পথে হঠাৎ গতিরোধ। পেছনে এসে দাঁড়ায় আরেকটি রিকশা। কিছুক্ষণের মধ্যে আশপাশ থেকে এসে জড়ো হয় আরও কয়েকজন। অস্ত্রের ভয় দেখিয়ে সঙ্গে থাকা ২ লাখ ২২ হাজার টাকা নিয়ে চলে যায়। পর পর এরকম কয়েকটি ছিনতাই হয় বংশালে। তদন্তে নামে পুলিশ। সন্ধান মেলে বড় একটি ছিনতাইকারী চক্রের যাদের বেশিরভাগরই দৃশ্যমান পেশা রিকশাচালক।

[৫] ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার জানান, নজরুল, শামসুল আরেফিনসহ দলটির অন্য সদস্যরা ছিনতাই করে বিগত ৫ থেকে ৬ বছর ধরে। তাদের কেউ কেউ একশ’র বেশি ছিনতাইয়ে অংশ নিয়েছে। চক্রের পলাতক সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সম্পাদনা: বাশার নূরু

  • সর্বশেষ
  • জনপ্রিয়