শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২০, ১০:৩৪ দুপুর
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২০, ১০:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্লুমবার্গের প্রতিবেদন: বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে টিকা ‘কূটনীতি’ চালাচ্ছে ভারত

লিহান লিমা: [২] করোনা ভাইরাসের টিকার সরবরাহে বাংলাদেশকে আশ্বস্ত করেছে ভারত। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, এই অঞ্চলে চীনের প্রভাব ঠেকাতে এটি ভারতের পাল্টা পদক্ষেপেরই একটি অংশ।

[৩] গত বছর ভারত বিতর্কিত নাগরিকত্ব আইন পাশ করার পর দুই দেশের মধ্যে সম্পর্কের কিছুটা টানাপোড়ন দেখা দেয়। ভারতের এই আইনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভের মুখে গত ডিসেম্বরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান পূর্ব নিধারিত ভারত সফর বাতিল করেন। এরপর এই প্রথমবারের মতো বৃহস্পতিবার দুই দেশের মধ্যে কোনো শীর্ষস্থানীয় সম্মেলন হয়েছে। এখন প্রতিবেশী ঢাকার সঙ্গে দীর্ঘ সহযোগিতামূলক সম্পর্ককে রাঙ্গিয়ে তুলতে চাইছে নয়াদিল্লী।

[৪] এই বছর টানা দুইবার ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রীংলা বাংলাদশে সফর করেছেন। দ্বিতীয় সফরটি করেছেন চীনের সঙ্গে ভারতের সীমান্ত উত্তেজনার সময় আগস্টে। চীন বাংলাদেশে ৪ হাজার কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রতি দিয়েছে।

[৫] ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, এই সম্মেলনে বাণিজ্য ও আঞ্চলিক নিরাপত্তা ছাড়াও ঢাকা দীর্ঘদিনের অবাস্তবায়িত তিস্তা চুক্তির বিষয়টি তুলতে পারে। ১৯৮০ সাল থেকে এই চুক্তি নিয়ে আলোচনা চললেও তার কোনো সমাধান হয় নি। গত সেপ্টেম্বরে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীই বলেছেন তারা তিস্তা নিয়ে চুক্তি চূড়ান্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

[৬] ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক দেলোয়ার হোসাইন ব্লুমবার্গকে বলেন, ‘নয়াদিল্লীর সঙ্গে দশকব্যাপী কাছাকাছি সম্পর্ক থাকা সত্ত্বেও তিস্তুা চুক্তির দীর্ঘ ব্যর্থতা ও ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইন বাংলাদেশের জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। এখন কোভিড-১৯ দুই দেশকে আবার এক করেছে।’

[৭] বাংলাদেশের বেক্সিমকো ফার্মা ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে গত নভেম্বরে ৩ কোটি ডোজ টিকা সরবরাহের চুক্তি স্বাক্ষর করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়