শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২০, ০৫:২৫ সকাল
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২০, ০৫:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিজয় দিবসে কোভিড ঝুঁকি প্রতিরোধে চট্টগ্রাম জেলা প্রশাসনের অভিযান

রাজু চৌধুরী: [২] মহান বিজয় দিবসে জনসাধারণের মাস্ক ব্যবহার নিশ্চিতকরণে এবং কোবিড-১৯ ভাইরাসের ঝুঁকি সম্পর্কে সচেতন করতে চট্টগ্রাম জেলা প্রশাসনের ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

[৩] বুধবার (১৬ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৪২ জনকে মোট ১০ হাজার ৬০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

[৪] এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক লালাখান বাজার ও ওয়াসা মোড়ে অভিযান পরিচালনায় ৭ বাস ড্রাইভারকে ৫০০ টাকা করে ৩৫০০ টাকা ও মাস্ক না পরায় ৪ পথচারীকে ৮০০ টাকা অর্থদণ্ড করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী মাস্ক না পরায় ২১ জন ব্যক্তিকে ৪২০০ টাকা অর্থদণ্ড করেন। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম আলমগীর নগরীর বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে ২১১০ টাকা অর্থ দণ্ড দেন।

[৫] জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, লক্ষ্য করা গেছে আন্তঃনগর বাসগুলো স্বাস্থ্যবিধি অমান্য করছে। অতিরিক্ত যাত্রী তুলে গাদাগাদি অবস্থা তৈরী করে যাত্রীদের ঝুঁকিতে ফেলছে। যার ফলে আজকে ৭ জন ড্রাইভারকে ৩৫০০ টাকা অর্থদণ্ড করা হয় এবং ভবিষ্যতে করবে না এবং স্বাস্থ্য বিধি মেনে চলবে মুচলেকা নেয়া হয়। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়