শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২০, ০১:৩৯ রাত
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২০, ০১:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজয়ের দিনে লাল-সবুজের ফেরিওয়ালা

ডেস্ক রিপোর্ট : বিজয়ের মাস এলেই শহরে-গ্রামে জাতীয় পতাকা বেচাকেনার ধুম পড়ে। মাসজুড়ে লাল-সবুজের পতাকা উড়তে দেখা যায় বাড়ির ছাদে, বারান্দার গ্রিলে কিংবা যানবাহনে। শিশুরা কাগজের পতাকা হাতে নিয়ে ঘুরে বেড়াতে পছন্দ করে। ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে কাগজ ও কাপড়ের পতাকা উড়তে থাকে সর্বত্রই। সাজানো হয় এলাকার দোকান-পাট, রাস্তা-ঘাট। জাগো নিউজ

এতেই এক বেলার খাবার জোটে অসংখ্য রহিম ব্যাপারির। তবে এবার করোনা মহামারি তাদের বেচাকেনায়ও বাগড়া দিয়েছে। গত কয়েক বছরের তুলনায় তাদের আয় স্বাভাবিকের চেয়ে অনেক কমেছে। স্বাস্থ্যবিধি মেনে বিজয় দিবস পালনের কারণে মানুষও বের হয়নি। ফলে পতাকার বিক্রিও কম।

পতাকার এক ফেরিওয়ালা জানান, গতবছরের চেয়ে এবার অনেক কম পতাকা বিক্রি হয়েছে। এবার বড় কাপড়ের পতাকা বেশি বিক্রি হয়নি। কাপড়ের ছোট পতাকা মোটামুটি বিক্রি হয়েছে। এমনকি কাগজের ছোট পতাকাও খুব বেশি বিক্রি হয়নি। করোনায় লকডাউনে স্বাধীনতা দিবসে পতাকা বিক্রি করতে না পারার আক্ষেপ প্রকাশ করেন শাহআলম শেখ। এ ফেরিওয়ালা মনে করেছিলেন বিজয় দিবসে বিক্রি বাড়বে।

সবুজ প্রকৃতি, তারুণ্য, উদীয়মান সূর্য ও স্বাধীনতা যুদ্ধের শহীদদের রক্তের প্রতীক নিয়ে সোনার বাংলার লাল-সবুজের পতাকা। প্রতিবছর বিশেষ বিশেষ দিনে জাতীয় পতাকার চাহিদা বেড়ে যায়। তাই এসময় অনেকেই কিছু বেশি টাকা আয়ের আশায় কাঁধে বাঁশের লাঠি নিয়ে পাতাকা বিক্রি করেন।

লাল-সবুজের এই ফেরিওয়ালাদের সঙ্গে থাকে একটি বড় ব্যাগ। এর মধ্যে বিভিন্ন আকারের কাপড়ের ও কাগজের পতাকা থাকে। আরও থাকে হাতের ব্যান্ড এবং মাথার ব্যান্ডানা।

রহিম ব্যাপারির কাছ থেকে একটি বড় ও দু’টি ছোট কাপড়ের পতাকা কিনেছেন নিজাম উদ্দিন। তিনি বলেন, ‘বিজয় দিবস কিংবা স্বাধীনতা দিবস এলেই মুক্তিযুদ্ধের কথা মনে পড়ে। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলার বিজয় অর্জিত হয়েছে। তাই তাদের স্মরণে প্রতিবছর আমি পতাকা কেনার চেষ্টা করি। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করার চেষ্টা করি।’

হয়তো আগামী বিজয় দিবসে করোনা আর বাধা হয়ে দাঁড়াবে না। রাজপথে দেখা যাবে বিজয়ের দীর্ঘ মিছিল। সবার হাতে হাতে থাকবে লাল-সবুজের পতাকা। আর তাতেই হাসি ফুটবে লাল-সবুজের ফেরিওয়ালাদের মুখে। হেসে উঠবে প্রিয় বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়