শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২০, ০৮:২৬ সকাল
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০২০, ০৮:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধুঁকতে থাকা এয়ার ইন্ডিয়ার মালিকানা চলে যেতে পারে কর্মীদের হাতে

আসিফুজ্জামান পৃথিল: [২] ভারত বেশ কিছুদিন ধরেই তাদের ন্যাশনাল ক্যারিয়ারটিকে বিক্রি করে দেবার চেষ্টা করছে। এরমধ্যে বেশ কয়েকজন কয়েকটি দর হাকিয়েছেন। একটি দর হাকা হয়েছে এয়ার ইন্ডয়ায় কর্মরতদের পক্ষ থেকেও। ২০১৮ সালে প্রথমবার এয়ার ইন্ডিয়াকে বিক্রির চেষ্টা করেও ব্যর্থ হয় ভারত সরকার। বিবিসি

[৩] ১০৩২ সালে টাটা গ্রুপের হাত ধরে প্রতিষ্ঠিত হয় এয়ার ইন্ডিয়া।১৯৫০ এর দশকে তারা এই এয়ার লাইনের স্টেক সরকারের কাছে বেচে দেয়। সেই তারাই আবার এটিকে কেনার জন্য বিট করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনে করেন, দেনায় ডুবে থাকা প্রতিষ্ঠানটিকে বাঁচাতে বিক্রি করে দেবার কোনও বিকল্প নেই। এনডিটিভি

[৪] এয়ার ইন্ডিয়ার যথেষ্ঠ প্ররিমাণ স্থাবর সম্পদ রয়েছে। পুরো ফ্লিটে উড়োজাহাজের সংখ্যা শতাধিক। প্রশিক্ষিত পাইলট ও ক্রু’র সংখ্যা সহশ্রাধিক। কর্মীদের করা বিডিং অনুযায়ী ৪৯ শতাংশ মালিকানা পাবে এন্টারাপস নামে এক প্রতিষ্ঠান। আর ৫১ শতাংশ মালিকানা থাকবে কর্মীদের। দ্য হিন্দু

[৫] ইন্টারাপস এর চেয়ারম্যান লক্ষী প্রসাদ বিবিসিকে বলেন, ‘আমরা কর্মীদের মালিকানা পাবার একটি সুযোগ পাচ্ছি। পুরো অর্থই বিনিয়োগ করবে আমাদের কোম্পানি। কর্মীদের কোনও পুঁজি খাটাতে হবে না। তারা শুধু কাজ করবেন। এটিই হবে নতুন এয়ারলাইনের মেরুদণ্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়