শিরোনাম
◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২০, ১০:০৫ দুপুর
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০২০, ১০:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিলুফা আক্তার: শহীদের রক্ত- আমাদের চেতনা, আমাদের অঙ্গীকার

নিলুফা আক্তার: ইতিহাস বলে প্রকৃত দেশ প্রেমিককে দেশদ্রোহী নাম নিয়ে মৃত্যু বরণ করতে হয়। আবার সেই ইতিহাসই সময়ের দাবিতে প্রমাণ করে দেয় কে কতোটা দেশ প্রেমিক। সময় আর ইতিহাস কাউকে ছাড় দেয় না। যেমন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা, তিনি কতোটা দেশপ্রেমিক, অসাম্প্রদায়িক এবং ভালো মানের মুসলিম নেতা ছিলেন তা বলার অপেক্ষা রাখে না, তার প্রতিটা কাজেই সেটার প্রমাণ মিলেছে। দেশের জন্য কতোটা ভালোবাসা আর দেশের মানুষকে নিয়ে কতোটা গভীর চিন্তা না থাকলে র্নিভয়ে খোলা ময়দানে তর্জনী উঠিয়ে কেউ কখনো এভাবে বলতে পারে না ‘রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।‘কতোটা আবেগ আর দৃঢ় মনোবল নিয়ে তিনি ১৯৭১ সালে যোদ্ধাদের সাহস জাগিয়েছিলেন এদেশ স্বাধীন করার জন্য।

আজও কোথাও তার ভাষণের রেকর্ড শুনলে শিহরিত হই, যতোবার শুনি ততোবারই একই অনুভূতি জাগে। বঙ্গবন্ধুর মূল আদর্শ ছিলো দেশের সব স্তরের সব ধর্মের মানুষ এক, মানে আমরা বাঙ্গালি এটাই সব থেকে বড় পরিচয়। তার প্রতিটা কাজেই তার প্রমাণ মিলেছে। ভালো মুসলমান সেই ব্যক্তি যে অসাম্প্রদায়িক চিন্তার অধিকারী। ভালো মানের মুসলমান বিশ্বাস করে আমার ধর্মকে আমি কখনোই খাটো বা ছোট করবো না, সব ধর্মের শীর্ষে রাখবো আমার ইসলামকে আর অন্য ধর্ম পালনে বাঁধা দেব না। আর এই আদর্শ তিনি রেখে গেছেন তার কন্যা আমাদের প্রধানমত্রী শেখ হাসিনার মধ্যে। তারজন্যই এখন পর্যন্ত যেকোনো ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব নিরাপত্তার সঙ্গে পালন করেতে পারেন। পরবর্তী প্রজন্মকে স্বাধীনতার ইতিহাসের জানাতে হবে। তবেই তারা মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে উঠবে নীতি নৈতিকতাসহ আদর্শ দেশপ্রেমিক হিসেবে। যাদের মধ্যে বিদ্যমান থাকবে মনুষ্যত্ব। তবে সবার আগে আমাদের সাবধান হতে হবে দেশদ্রহী মানুষের কাছ থেকে কারণ দেশদ্রহীরা থাকতে পারে মৌলবাদীদের মধ্যে আবার থাকতে পারে প্রগতিশীলদের মাঝে।

তারাই বঙ্গবন্ধুকে বিভাজন ও বিতর্কের মধ্যে দাঁড় করায়। আমাদের সোনার বাংলা পঞ্চাশ বছরে পা দিতে যাচ্ছে, ইতিহাসের প্রেক্ষাপটে এটি খুব বেশি দীর্ঘ সময় না হলেও একটি জাতির উন্নয়ন-অগ্রগতির জন্য একেবারে কম নয়, আমাদের স্বাধীনতার পঁঞ্চাশ বছরে যোগ হয়েছে অনেক কিছু, যেই সঙ্গে কিছু কিছু প্রত্যাশার ব্যপ্তীও ঘটেছে। তবুও বাংলা আমাদের কাছে আলোর শিখা। আমরা নিজেস্ব অর্থ দিয়ে পদ্ধা সেতু নির্মাণ করতে সক্ষম হয়েছি। মেট্রোরেলের মতো বড় বড় প্রকল্প করছি। আমাদের অর্থনীতির উন্নয়ন চোখে পড়ার মতো। কষ্টের জায়গা হচ্ছে আমাদের সামাজিকতা হারাতে বসেছি, ধর্ম নিরপেক্ষতা হারাতে বসেছি, নীকিনৈতিকতা হারাতে বসেছি, মুজিবের আদর্শ হারাতে বসেছি। এই বাংলার জন্য আপামর জনগণ জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে সারা দেননি। তার ডাকে ঝাপিয়ে পরেছিলেন মুক্ত হওয়ার জন্য। পাকিস্তান থেকে স্বাধীন হতে, বাঙালি জাতি বীরের জাতি, বুকের তাজা রক্ত দেওয়ার জাতি, এই জাতি কখনো পরাদিন থাকার জাতি নয়, সেই লক্ষ্যে কৃষক, শ্রমিক, কুমার কামার, সকল শ্রেণির মানুষমুক্ত হতে চেয়েছেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়