ইসমাঈল ইমু: [২] যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি ) এর অধিনায়ক লে, কর্ণেল মো, সেলিম রেজা জানান, মঙ্গলবার বিকেলে
যশোর বেনাপোল আমড়াখালী চেকপোস্ট থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়। এ সময় বাকি বিল্লাহ নামের এক চোরাকারবারিকে আটক করা হয়।
[৩] করোনাকালীন সময়ে চোরাকারবারীদের যেকোনো তৎপরতা ও কর্মকান্ড রোধে বিশেষ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও অপারেশনাল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর ধারাবাহিকতায় এই চোরাকারবারি ধরা পড়লো । তাকে গাড়ী থেকে নামিয়ে তল্লাশী করে তার প্যান্টের ভিতরে কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় ২৪ টি বিভিন্ন আকারের স্বর্নের বার পাওয়া যায় । জব্দকৃত স্বর্নের আনুমানিক মূল্য ১ কোটি ৩৯ লাখ ৮০ হাজার টাকা। এ ব্যাপারে অাইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।