শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২০, ০২:১৫ রাত
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০২০, ০২:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতির পিতার অসমাপ্ত আত্মজীবনী বই নকল করে ছাপার অভিযোগে গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক : [২] ডিএমপির লালবাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬ জন হলো- ছাপাখানার মালিক নজিবুল্লাহ, রফিকুল ইসলাম, ছানোয়ার হোসেন, তোফাজ্জেল শেখ, লালচান শেখ ও ছাদেক শেখ। সেমাবার রাতে লালবাগের শহীদ নগর বেড়ীবাঁধ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

[৩] লালবাগ থানার ওসি কে এম আশরাফ উদ্দিন জানান, অসমাপ্ত আত্মজীবনী বই নকল করে ছাপানোর অভিযোগ পেয়ে অভিযানটি চালানো হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বই ছাপার সিটিপি প্লেট অসমাপ্ত আত্মজীবনী বইয়ের ১টি, চিলেকোঠার সেপাইয়ের ১৫টি, প্যারাডক্সিক্যাল সাজিদ-২ বইয়ের ১৫টি এবং ১টি বই ছাপার মেশিন উদ্ধার করা হয়।

[৪] ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্যে জেএন শাহা রোডের একটি বই বাধার কারখানা হতে অসমাপ্ত আত্মজীবনী বইয়ের ১ হাজার ১০০টি নকল কপি ও অবাধাইকৃত মুদ্রিত ইনার ফর্মা ৫০টি বান্ডিল, শেখ সাহেব বাজারের মন্দিরের গলির একটি বাড়ি থেকে চিলেকোঠার সেপাই বইয়ের ২০০টি নকল কপি, বেলতলী লেনের একটি বাড়ি থেকে বেলা ফুরাবার আগে বইয়ের ১ হাজার ৫০০টি নকল কপি, প্যারাডক্সিক্যাল সাজিদ-২ বইয়ের ১৭টি নকল কপি ও অসমাপ্ত আত্মজীবনী বইয়ের আরও ৫৫০টি নকল কপি উদ্ধার করা হয়।

[৫] এ ঘটনায় জাতির পিতার অসমাপ্ত আত্মজীবনী বইটির গ্রন্থস্বত্ব জাতির জনক শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের প্রকাশক দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের সেল্স এ্যাসিসটেন্ট ম্যানেজার একেএম কামরুজ্জামানের অভিযোগের প্রেক্ষিতে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে লালবাগ থানায় মামলা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়