শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২০, ০৮:০০ সকাল
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০২০, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাশিয়ার হ্যাকারদের সাইবার হামলার শিকার যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র, পররাষ্ট্র, প্রতিরক্ষা, বাণিজ্য ও জাতীয় স্বাস্থ্য বিভাগ

লিহান লিমা: [২] স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ ও অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো রাশিয়ার সরকারের মদদপুষ্ট হ্যাকিং গোষ্ঠির সাইবার হামলার সন্দেহে তদন্ত শুরু করেছে। তদন্তের সঙ্গে সম্পৃক্ত তিন জন কর্মকর্তা ব্রিটিশ গণমাধ্যম রয়টার্সকে জানান, অত্যন্ত পরিকল্পিতভাবে কয়েক দফার হামলা চালিয়ে নিরাপত্তা ব্যবস্থায় প্রবেশ করেছে হ্যাকাররা। সীমান্ত নিরাপত্তা এবং হ্যাকিং প্রতিরক্ষা ব্যবস্থার তত্ত্বাবধান করা স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের কর্মকর্তাদের পাঠানো মেইলে নজরদারী করেছে হ্যাকার গ্রুপ। নিউইয়র্ক পোস্ট

[৩] রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, হ্যাকাররা যুক্তরাষ্ট্রের ট্রেজারি ও কর্মাস বিভাগে হামলা চালিয়েছে। সোমবার রাতে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, প্রতিরক্ষা বিভাগের একটি অংশের নিরাপত্তা ব্যবস্থাও ভাঙ্গা হয়েছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, মার্কিন পররাষ্ট্র বিভাগ ও জাতীয় স্বাস্থ্য দপ্তরও হ্যাক হয়েছে।পেন্টাগনের এক মুখপাত্র বলেন, তদন্তের নিরাপত্তাগত কারণে আমরা কোন কোন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে তা বলতে পারছি না।

[৪] টেক্সাস ভিত্তিক টেক কোম্পানি সাইবার উইন্ড জানিয়েছে, তাদের ১৮ হাজার ক্রেতা এমন কিছু সফটওয়ার নিজেদের ডিভাইসে ডাউনলোড করেছে যা কি না হ্যাকারদের প্রায় ৯ মাস যাবত কোনো সংস্থা বা প্রতিষ্ঠানের ব্যবসায় নজরদারী করার সুযোগ করে দেবে।

[৫] মার্কিন প্রশাসন রোববার একটি জরুরী সতর্কতা জারি করে সরকারী ব্যবহারকারীদের সোলারউইন্ড সফটওয়ার ডিসকানেক্ট করার নির্দেশ দিয়েছে। এরআগে গত মাসে এক প্রতিবেদনে রয়টার্স বলেছিলো, রাশিয়ার হ্যাকাররা সোলারউইন্ড সফটওয়ার আপডেট ব্যবহার করে কয়েকটি মার্কিন সরকারী সংস্থায় হামলা চালাতে পারে। কিন্তু তখন মস্কো এই হামলায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে।

[৮] বিশ্বজুড়ে সোলারউইন্ডের প্রায় ৩ লাখ ক্রেতা আছে। এর মধ্যে সংখ্যাগরিষ্ঠই যুক্তরাষ্ট্রের। ফরচুনের তালিকায় থাকা মার্কিন ৫০০টি কোম্পানি ও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সরকারের কয়েকটি সংস্থাও প্রতিষ্ঠানটির ক্রেতা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়