শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২০, ০৬:৫০ সকাল
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০২০, ০৬:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১৩ বছরে আইপিএল থেকে রোহিত শর্মার আয় ১৩১ কোটি টাকা!

এল আর বাদল : [২] ইনসাইড স্পোর্ট মানিবলের তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত আইপিএল থেকে রোহিত শর্মার আয় ১৩১ কোটি টাকা। অবিশ্বাস্য হলেও সত্যি। ২০০৮ সাল থেকেই আইপিএল খেলছেন রোহিত। আইপিএলে আয়ের হিসেবে বিরাট কোহলিকেও ছাড়িয়ে গেছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। ভারত অধিনায়কের এখনও পর্যন্ত আইপিএল চুক্তি থেকে আয় ১২৬ কোটি টাকা।

[৩] ১৩ বার আইপিএল খেলে ৬ বার চ্যাম্পিয়ন হয়েছেন রোহিত। পাঁচবারই অধিনায়ক হিসেবে মুম্বইয়ের হয়ে এবং একবার ২০০৯ সালে ডেকান চার্জার্সের হয়ে। রোহিত ২০০৭ সালে ভারতের টি-২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। ২০০৮ সালে ৩ কোটি টাকার বিনিময়ে রোহিতকে কিনে ডেকান চার্জার্স। ২০১০ পর্যন্ত এই টাকার বিনিময়েই তিনি খেলেন হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির হয়ে। ২০০৯ সালে আইপিএল জেতে ডেকান।

[৪] ২০১১তে ডেকান চার্জার্স সব খেলোয়াড়কে ছেড়ে দিলে মুম্বই ইন্ডিয়ান্স ৯.২ কোটি টাকায় কিনে নেয় রোহিতকে। সেই সময় রোহিতকে ভবিষ্যতের সেরা তারকা বলা হত। ২০১২, ২০১৩তেও রোহিত ৯.২ কোটি টাকায় মুম্বইয়ের হয়ে খেলতে থাকেন। ২০১৪তে তার দর বেড়ে দাঁড়ায় ১২.৫ কোটি টাকা। ২০১৭ পর্যন্ত এই টাকাতেই মুম্বই দলের হয়ে খেলেন তিনি।

[৫] ২০১৮তে ভারতীয় ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের ধরে রাখার নিয়মের পরিবর্তন করে ও তাদের দর বাড়িয়ে দেয়। রোহিত পেতে শুরু করেন ১৫ কোটি টাকা করে। ২০১৯ ও ২০২০ মওসুমেও তিনি এই টাকায় অধিনায়কত্ব করেই মুম্বইকে চ্যাম্পিয়ন করেন। জি নিউজ/ আজকাল

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়