শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২০, ০৬:৪৮ সকাল
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০২০, ০৬:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘স্বাধীন দেশের অভ্যুদয়ে বুদ্ধিজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা

আরমান কবীর: [২] শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে বুদ্ধিজীবীদের ভূমিকা’ শীর্ষক অনলাইনে এক আলোচনা সভা ১৪ ডিসেম্বর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টার সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের গ্যালারি কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলাউদ্দিন।

[৩] আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ড. আ. আ. ম. স. আরেফিন সিদ্দিক।

[৪] বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক জাফর ওয়াজেদ এবং শহীদ বুদ্ধিজীবী ডাঃ এ এফ এম আবদুল আলীম চৌধুরী এর কন্যা এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিভাগের প্রফেসর ডাঃ নুজহাত চৌধুরী।

[৫] সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জহিরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, এনভায়রন মেন্টার সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. এ.এস.এম সাইফুল্লাহ। সভা সঞ্চালনা করেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ খাদেমুল ইসলাম।

[৬] সভায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, হল প্রভোষ্ট, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়