শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২০, ০৫:৪৭ সকাল
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০২০, ০৫:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা থেকে ২ বছর সুরক্ষা দেবে রাশিয়ার স্পুৎনিক-৫, ফাইজারের ভ্যাকসিনের কার্যকারীতা ৪-৫ মাস

লিহান লিমা: [২] রাশিয়ার গ্যামেলিয়া রিসার্চ সেন্টার এক গবেষণায় বলেছে, তাদের কোভিড-১৯ প্রতিরোধী ভ্যাকসিন স্পুৎনিক-৫ করোনা থেকে দুই বছরের ওপরে রোগ প্রতিরোধ সুরক্ষা দেবে, যেখানে কি না ফাইজার/বায়োএনটেকের মতো অন্য চার-পাঁচটি প্রতিষ্ঠানের টিকার কার্যকারীতা মাত্র ৪-৫ মাস। ইয়ন

[৩] প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ডেনিস লোগনভ বলেন, আমাদের স্পুৎনিক-৫ টিকা ২১দিনের ব্যবধানে দুইটি নিতে হয়। আমরা পরীক্ষা করে দেখেছি যারা দুই ডোজ টিকা গ্রহণ করেছেন তাদের ২১তম দিন থেকে টিকার প্রতিরোধী সক্ষমতা ৯১.৪ শতাংশ। এটি অনেক উচ্চমাত্রার কার্যকারীতা। কিন্তু আমরা যদি এই কার্যকাল ২৮, ৩৫ বা ৪২তম দিন থেকে হিসেব করি তবে এই কার্যকারীতা আরো বেশি। ৪২তম দিনে টিকার কার্যকারীতা দেখা গিয়েছে ৯৫ শতাংশ।

[৪]রাশিয়ার ২৯টি মেডিক্যাল সেন্টারে ২৬হাজারের বেশি স্বেচ্ছাসেবকের ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

[৫]বেলারুশ, সংযুক্ত আরব আমিরাত ও ভেনেজুয়েলায় এই টিকার তৃতীয় পর্যায়ের পরীক্ষা চলছে। ভারতের চলছে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের পরীক্ষা।

[৬]গত আগস্টে বিশ্বের সর্বপ্রথম দেশ হিসেবে করোনার টিকার অনুমোদন দেয় রাশিয়া। গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এই টিকার বাণিজ্যিক উৎপাদন ও সাধারণ জনগণের মধ্যে বিনামূল্যে টিকা বিতরণের ঘোষণা দেন।

[৭] এই ভ্যাকসিনের দুই ডোজ আন্তর্জাতিক বাজারে পাওয়া যাবে ১০ ডলারে। যেখানে ফাইজার/বায়োএনটেকের এক ডোজ টিকার প্রাথমিক মূল্য ১৯.৫০ ডলার। ইতোমধ্যে প্রায় ৫০টি দেশ এই ভ্যাকসিন ক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। আগামী বছরের মধ্যে যাতে বাজারে ১০০ কোটি ডোজ টিকা সরবরাহ করা যায় সেই লক্ষ্যে উৎপাদনের কাজ শুরু করেছেন গবেষকরা। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়