শিরোনাম
◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২০, ০২:১৬ রাত
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০২০, ০২:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে বিচারকের সামনে আসামির আত্মহত্যার চেষ্টা

সোহাগ হাসান: [২] জেলার স্ত্রীর দায়ের করা মামলায় হাজিরা দিতে এসে আদালতে বিচারকের সামনে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন স্বামী মো. মোক্তার হোসেন(৩৫)। পরে বিচারকের নির্দেশে তাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

[৩] সোমবার (১৪ ডিসেম্বর) বিকেলে সিরাজগঞ্জ নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন এপিপি অ্যাড. আনোয়ার পারভেজ লিমন। মোক্তার হোসেন রায়গঞ্জ উপজেলার মিত্র তেঘরি গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

[৪] আদালত সূত্রে জানা যায়, নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্ত্রীর দায়ের করা মামলার আসামি ছিলেন স্বামী মোক্তার হোসেন। দুপুরে ওই মামলায় তিনি হাজিরা দিতে এসেছিলেন। আদালতে মামলার শুনানী চলাকালে এজলাসে দাঁড়িয়ে হঠাৎ বিষ পান করে ফেলেন তিনি। এ সময় বিচারক তাকে দ্রুত হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন।

[৫] একই আদালতের অপর এপিপি অ্যাড. কায়সার আহমেদ লিটন বলেন, এর আগের তারিখেও তিনি হাজিরা দিতে এলে বিচারক জামিন বাতিলের আদেশ দেয়ার পর আদালত প্রাঙ্গণেই সিনক্রিয়েট করেন এই আসামী। পরে আদালত তাকে জামিন দিয়েছিলেন।

[৬] সিরাজগঞ্জ কোর্ট পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, আসামী হঠাৎ করে কীটনাশক পানে অসুস্থ্য হয়ে পড়লে বিচারকের নির্দেশে তাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৭] এ ব্যাপারে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক শামিমুর ইসলাম জানান, বর্তমানে রোগীর অবস্থা আশংকা মুক্ত।

[৮] সিরাজগঞ্জ সদর থানার ওসি বাহাউদ্দিন ফারুকী রাত সাড়ে সাতটার দিকে বলেন, মোক্তার হোসেন বর্তমানে পুলিশি হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়