তৌহিদুর রহমান : [২] সোমবার সকালে আখাউড়া-আগরতলার সড়কের গাজির বাজারে এই মানববন্ধন
অনুষ্ঠিত হয়।
[৩]এসময় বক্তারা বলেন বলেন, প্রস্তাবিত সড়কটি মোগড়া ইউনিয়নের তুলাবাড়ী থেকে সোজা না নিয়ে আকাবাকা করে নেয়া হয়েছে। বর্তমান নকশা অনুযায়ী সড়কের কাজ করা হলে দক্ষিণ ইউনিয়নের ৩টি মসজিদ, ৩টি মার্কেট, ৭টি কবর স্থান ও ৩ টি ঈদগাহ চারলেন সড়কে বিলিন হয়ে যাবে। ক্ষতিগ্রস্থ হবে দক্ষিণ ইউনিয়নের বঙ্গের চর, সাতপাড়া,দ্বিজয়পুর, আনন্দপুর, রহিমপুর, বীরচন্দ্রপুর, সাহেবনগর আংশিক গ্রামের কয়েক হাজার মানুষ ।
[৪] তারা দাবি করেন সামন্য পিছিয়ে নিয়ে নকশাটি পরিবর্তন করা হলে বেঁচে যাবে কয়েক হাজার জনগনের মার্কেট সহ ধর্মীয় স্থাপনা। মানববন্ধনে সাত গ্রামের কয়েকশত গ্রামবাসী অংশ গ্রহন করেন।পরে দাবি সম্বলিত একটি স্মারকলিপি আখাউড়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে দেয়া হয়। সম্পাদনা: জেরিন আহমেদ