শিরোনাম
◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২০, ০৫:২৯ সকাল
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০২০, ০৫:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রে কোভিড পজিটিভ দেড় কোটি ছাড়াল, মৃত্যু প্রায় ৩ লাখ

রাশিদুল ইসলাম : [২] যুক্তরাষ্ট্রে কোভিডে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬০ লাখ পেরিয়ে গিয়েছে। মোট মৃত্যুর সংখ্যাও ৩ লাখের কাছাকাছি। এর মধ্যে রোববার থেকেই টিকা দেয়া শুরুর কথা রয়েছে। ডেইলি মেইল

[৩] ইউ এস আর্মি জেনারেল গুস্তাভে পের্না জানিয়েছেন, সোমবারের মধ্যে যুক্তরাষ্ট্রের ১৪৫টি জায়গায় পৌঁছে দেওয়া হবে এই টিকা। আরও যে ৬৩৬টি জায়গা প্রশাসন বেছে নিয়েছে সেখানে মঙ্গলবার ও বুধবারের মধ্যে ভ্যাকসিন পৌঁছে যাবে। প্রতি সপ্তাহে আরও বেশি ডোজ তৈরি করে পাঠাবে ফাইজার, এমনটাই জানিয়েছেন তিনি।

[৪] প্রথম ধাপে যে টিকা দেওয়া হয়েছে তা মূলত দেশটির করোনা যোদ্ধাদেরই দেওয়া হবে। তারপরে যাঁদের শারীরিক অবস্থা সংকটজনক তাঁদের এই টিকা দেওয়া হবে।

[৫] যুক্তরাষ্ট্রে শুক্রবার নতুন করে ২ লাখ ৩২ হাজার ৭০০ জনের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন, যা এখনও অবধি দিনে সর্বোচ্চ। গত ৭ দিনে মার্কিন মুলুকে গড়ে ২৪১১ জনের মৃত্যু হয়েছে প্রতি দিন। এখন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৭ হাজার ৬৮৪ জন। হাসপাতালে ভর্তি কোভিড রোগীর সংখ্যাতেও এটি সর্বোচ্চ।

[৬] হোয়াইট হাউস সূত্রে খবর, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের উপর চাপ দেওয়া হয়েছিল যাতে ভ্যাকসিন নিয়ে সিদ্ধান্ত নিতে দেরি করে তারা। আর এই চাপ দেওয়া হয়েছিল ট্রাম্প প্রশাসনের তরফে। এই ভয়ও নাকি দেখানো হয়, তাড়াতাড়ি টিকার ব্যাপারে কোনও পদক্ষেপ নিলে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান স্টিফেন হানকে সরিয়ে দেওয়া হবে। তাই ট্রাম্পের হারের পরে জো বাইডেন ক্ষমতায় আসতেই কোভিড ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিল তারা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়