শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২০, ০৪:৫৮ সকাল
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০২০, ০৪:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যতদিন নিরাপত্তা প্রয়োজন ততদিন ভাস্কর্যে পুলিশি পাহাড়া থাকবে: জবি প্রক্টর 

অপূর্ব চৌধুরীঃ [২] যতদিন নিরাপত্তা প্রয়োজন ততদিন ভাস্কর্যে পুলিশি পাহাড়া থাকবে বলে জানিয়েছন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল।
[৩] তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গুচ্ছ ভাস্কর্য ও বঙ্গবন্ধুর মুর‍্যালের সার্বিক নিরাপত্তা জোরদার করার জন্যই মূলত পুলিশি পাহাড়ার ব্যবস্থা করা হয়েছে। পুলিশি পাহাড়া শেষ হবার কোন নির্ধারিত তারিখ  নেই।যতদিন ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজন হবে ততদিন পর্যন্ত পুলিশি পাহাড়া অব্যাহত থাকবে।
[৪]  ড. মোস্তফা কামাল আরো বলেন,  বর্তমান পরিস্থিতি অনুযায়ীই ভাস্কর্য ও বঙ্গবন্ধুর মুর‍্যালের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে। এখানে অন্য কোন উদ্দেশ্য নেই৷ পুলিশের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরাও ভাস্কর্যের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে।
[৫] সম্প্রতি কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের পর গত শনিবার (৫ই ডিসেম্বর) থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ম্যুরাল ও ভাস্কর্য চত্বরে নিরাপত্তা জোরদার  করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অপ্রীতিকর ঘটনা এড়াতে  ব্যবস্থা করা হয়েছে পুলিশি পাহাড়ার।
[৬] শনিবার সন্ধ্যায় সরেজমিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ম্যুরাল ও ভাস্কর্য চত্বরের পাশে পুলিশ সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। পুলিশ সদস্যদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা কর্মীদেরকেও সতর্ক অবস্থায় দেখা গেছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়