অপূর্ব চৌধুরীঃ [২] যতদিন নিরাপত্তা প্রয়োজন ততদিন ভাস্কর্যে পুলিশি পাহাড়া থাকবে বলে জানিয়েছন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল।
[৩] তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গুচ্ছ ভাস্কর্য ও বঙ্গবন্ধুর মুর্যালের সার্বিক নিরাপত্তা জোরদার করার জন্যই মূলত পুলিশি পাহাড়ার ব্যবস্থা করা হয়েছে। পুলিশি পাহাড়া শেষ হবার কোন নির্ধারিত তারিখ নেই।যতদিন ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজন হবে ততদিন পর্যন্ত পুলিশি পাহাড়া অব্যাহত থাকবে।
[৪] ড. মোস্তফা কামাল আরো বলেন, বর্তমান পরিস্থিতি অনুযায়ীই ভাস্কর্য ও বঙ্গবন্ধুর মুর্যালের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে। এখানে অন্য কোন উদ্দেশ্য নেই৷ পুলিশের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরাও ভাস্কর্যের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে।
[৫] সম্প্রতি কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের পর গত শনিবার (৫ই ডিসেম্বর) থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ম্যুরাল ও ভাস্কর্য চত্বরে নিরাপত্তা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যবস্থা করা হয়েছে পুলিশি পাহাড়ার।
[৬] শনিবার সন্ধ্যায় সরেজমিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ম্যুরাল ও ভাস্কর্য চত্বরের পাশে পুলিশ সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। পুলিশ সদস্যদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা কর্মীদেরকেও সতর্ক অবস্থায় দেখা গেছে।