শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২০, ০৩:২৭ রাত
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০২০, ০৩:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২ কোটি টাকার রক্ত চন্দন কাঠসহ আটক ১

সুজন কৈরী : গাজীপুরের টঙ্গী বাজারের আরজু ম্যানশনের সামনে অভিযান চালিয়ে ৩৮৪ কেজি ওজনের ৩৪টি রক্ত চন্দন কাঠ ;জব্দ করেছে র‌্যাব-১। আটক করা হয়েছে চোরাচালানকারী চক্রের সদস্য নাজমুল হোসেন শামীমকে। তার কাছ চন্দন কাঠ ছাড়াও জব্দ করা হয়েছে ১টি ট্রাক এবং ১টি মোবাইল ফোনসেট। উদ্ধার কাঠগুলোর আনুমানিক বাজার মূল্য ২ কোটি ১০ লাখ টাকা।

শনিবার র‌্যাব-১ জানায়, একটি সংঘবদ্ধ চোরাচালানকারী চক্র দীর্ঘদিন ধরে বিদেশ থেকে মূল্যবান চন্দন কাঠ চুরি করে অবৈধভাবে দেশে এনে বিভিন্ন স্থানে অসাধু ব্যবসায়ীদের কাছে উচ্চ মূল্যে বিক্রি করছে। চক্রটিকে ধরতে র‌্যাব-১ ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। র‌্যাব-১ রাজধানীসহ সারাদেশে সক্রিয় এমন একটি চোরাচালানকারী চক্রকে শনাক্ত করে।

এরই প্রেক্ষিতে শুক্রবার টঙ্গী বাজারের আরজু ম্যানশনের সামনে অভিযান চালিয়ে নাজমুল হোসেন শামীমকে আটক করা হয় এবং চন্দন কাঠগুলো উদ্ধার করা হয়।

র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার জানান, আটক নাজমুল পেশায় ট্রাক ড্রাইভার। পাশাপাশি তিনি চোরাচালানকারী চক্রের সঙ্গে জড়িয়ে পড়ে। এই চক্রটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে বিদেশ থেকে চোরাইকৃত রক্ত চন্দন কাঠ অবৈধ পথে দেশে এনে অসাধু ব্যবসায়ীদের কাছে উচ্চ মূল্যে বিক্রি করছিলো। উদ্ধারকৃত রক্ত চন্দন কাঠগুলো পার্শ্ববর্তী দেশ থেকে চোরাচালানের মাধ্যমে এনে রাজধানীর অসাধু ব্যবসায়ীদের কাছে বিক্রির কথা ছিল বলে জিজ্ঞাসাবাদে নাজমুল জানিয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়