শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২০, ০১:৪৮ রাত
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০২০, ০১:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৮জন গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি: [২] শুক্রবার রাত দেড়টার দিকে কোনাবাড়ী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদ্যুৎ তুতবাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ১ টি চাইনিজ কুড়াল, ১ টি সুয়িচ গেয়ার চাকু, ৩ টি চাপাতী, ১ টি বেকারী, ১ টি দা এবং একটি শাবল উদ্ধার করা হয়।

[৩] গ্রেপ্তারকৃতরা হলো, কুঁড়িগ্রাম জেলার চিলমারী থানার জোড়গাছ এলাকার শফিক মিয়ার ছেলে শিমুল (২০), ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার চাঁন মিয়ার ছেলে সাগর মিয়া(২১), কুঁড়িগ্রাম জেলার রাজার হাট থানার হরিশ্বর তালুক গ্রামের আব্দুর রহমানের ছেলে শফিকুল ইসলাম (২৬), কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার পুচিমাটি গ্রামের মৃত ফজলুর ছেলে মোঃ হাবিব (১৫), মাদারীপুর জেলার শিবচর থানার কাবিলপুর গ্রামের আব্দুস সালামের ছেলে আবু বকর সিদ্দিকক (২১), ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর থানার সাহেবনগর গ্রামের মৃত হামিদ ব্যাপারীর ছেলে শফিকুল ইসলাম (৪০), ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার হারুয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মানিক মিয়া (২৮) এবং বগুড়া জেলার সারিয়াকান্দি থানার নারচি গ্রামের মৃত আ: ছালামের ছেলে মোমিন চৌকিদার (৩৪)।

[৪] গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সাখাওয়াত ইমতিয়াজ সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী পল্লীবিদ্যুৎ তুতবাগান এলাকায় অভিযান চালায়। এসময় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আট ডাকাতকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত চক্রটি বিভিন্ন জেলা থেকে এসে কোনাবাড়ীতে ভাড়াবাসায় বসবাস করে ডাকাতি ছিনতাই করে আসছিলো।

[৫] তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন জেলায় ডাকাতি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়