আব্দুল্লাহ আল আমীন: [২] শনিবার (১২ ডিসেম্বর) বিভাগীয় কমিশনারের কার্যালয় এর আয়োজন জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান এ প্রতিপাদ্যকে ঘিরে প্রতিবাদ আলোচনা সভায় বক্তারা বলেন ‘বঙ্গবন্ধুর ডাকে ও মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণের মধ্যদিয়ে অনেক ত্যাগ সাধনার পর ও অনেক রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, পেয়েছি স্বাধীন একটি রাষ্ট্র, পেয়েছি নিজস্ব লাল সবুজের পতাকা।’
[৩] এসময় বক্তারা আরো বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের লক্ষেই বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্যদিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টি হয়েছিলো। কিছু সংখ্যক ধর্মান্ধ, উগ্র মৌলবাদীরা মহান মুক্তিযুদ্ধের চেতনার উপরে আঘাত করে বাংলাদেশকে বার বার পিছিয়ে দেবার চেষ্টা করছে কিন্তু তারা কোনদিন সফলকাম হয়নি আর ভবিষ্যতেও সফল হবে না। ষড়যন্ত্রকারীরা পরাজিত হবেই।