ডেস্ক রিপোর্ট: বঙ্গবন্ধু সাংবিধানিকভাবেই জাতির পিতা হিসেবে স্বীকৃত। তাঁর অসম্মান কোনোভাবেই সহ্য করা হবে না বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তা ফোরাম। চ্যানেল২৪
তারা জানান, বঙ্গবন্ধুর সম্মান অক্ষুন্ন রাখতে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার ইস্যুতে শনিবার (১২ ডিসেম্বর) সকালে বিআইসিসি মিলনায়তনে সম্মিলিতভাবে প্রতিবাদ সমাবেশ করে প্রজাতন্ত্রের সব ক্যাডার অ্যাসোসিয়েশন।
স্বাধীনতা বিরোধী অপশক্তি তাদের ষড়যন্ত্র এখনো অব্যাহত রেখেছে বলে মনে করেন রাষ্ট্রের এই সর্বোচ্চ কর্মকর্তারা। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান তারা।