শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২০, ০৭:০৬ সকাল
আপডেট : ১২ ডিসেম্বর, ২০২০, ০৭:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আজ রাতে অপ্রতিরোধ্য আতলেতিকোর মুখোমুখি ছন্দহীন রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক : [২] স্প্যানিশ লা লিগায় বরাবরের ফেভারিট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ এবার দেখছে মুদ্রার উল্টো পিঠ। তাদের ছন্দহীন পারফরম্যান্সের বিপরীতে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে আতলেতিকো মাদ্রিদ। এবারের লিগ চ্যাম্পিয়ন হিসেবে অনেকেই দিয়েগো সিমেওনের দলের জোর সম্ভাবনা দেখতে শুরু করেছেন। নগর প্রতিদ্ব›দ্বীদের সঙ্গে মুখোমুখি লড়াইয়ের আগে একই অভিমত জানালেন রিয়াল কোচ জিনেদিন জিদানও।

[৩] ঘরের মাঠ আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে শনিবার আতলেতিকোর মুখোমুখি হবে রিয়াল। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বি।

[৪] শিরোপার দাবিদার অন্য দলগুলো যখন যাচ্ছে উত্থান-পতনের মধ্য দিয়ে, তখন টানা সাত জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে আতলেতিকো। আসরে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দলটির ১০ ম্যাচে পয়েন্ট ২৬। দুই ম্যাচ বেশি খেলে ১ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল সোসিয়েদাদ। ১১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে চারে আছে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। নবম স্থানে নেমে গেছে বার্সেলোনা।

[৫] মৌসুমের শুরু থেকে বারবার হোঁচট খাওয়া জিদানের দল নিজেদের সবশেষ ম্যাচে অবশ্য ছন্দে ফেরার আভাস দিয়েছে। চ্যাম্পিয়ন্স লিগে দাপুটে ফুটবল খেলে হারায় বরুশিয়া মনশেনগøাডবাখকে। ওই জয়ে গ্রæপ পর্ব থেকে ছিটকে পড়ার শঙ্কা দূরে ঠেলে গ্রæপ সেরা হয়েই নকআউট পর্বে ওঠে তারা।

[৬] দলটির সামনে এবার পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ। আতলেতিকোর বিপক্ষে যা মোটেও সহজ হবে না। তবে মাঠের লড়াইয়ে আগের দিন সংবাদ সম্মেলনে প্রতিপক্ষকে এগিয়ে রাখলেন জিদান।- মার্কা / বিডিনিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়