শিরোনাম
◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২০, ০৬:৩৮ সকাল
আপডেট : ১২ ডিসেম্বর, ২০২০, ০৬:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দ্বিতীয় দফায় আরও ১০ লক্ষ টাকা যৌতুক দাবি করে ডেমরায় গৃহবধূ নির্যাতন

মো.বশির উদ্দিন: [২] রাজধানীর ডেমরায়  দ্বিতীয় দফায় যৌতুকের দাবিতে মোছা. হাসিনা আক্তার (২৭) নামে এক গৃহবধূ তার স্বামী ও দেবরের নির্যাতনের শিকার হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূ বৃহস্পতিবার রাতে তার স্বামী মো. হেফাজউদ্দিন নয়ন (৩৫) ও তার ছোট ভাই রমিজ উদ্দিনের (৩২) বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করেন। তারা কক্সবাজারের পেকুয়া থানার শিলখালী গ্রামের মৃত কবির আহম্মেদের ছেলে ও ডেমরার মাতুয়াইল মদিনা চত্বর শহরপল্লী এলাকার ভাড়াটিয়া। এ ঘটনায় আসামিরা পলাতক রয়েছেন।

[৩] ভুক্তভোগীর বরাত দিয়ে এ বিষয়ে ডেমরা থানার অপারেশন অফিসার (ইন্সপেকক্টর) মো. নূরে আলম সিদ্দীকি বলেন, গত ৫ বছর আগে হাসিনার সঙ্গে বিয়ে হয় নয়নের। তাদের সংসারে দু’টি ছেলে সন্তান রয়েছে। বিয়ের সময় পিত্রালয় থেকে যৌতুক হিসেবে হাসিনার সংসারে নগদ ২ লক্ষ টাকা, আসবাবপত্র ও স্বর্ণালংকার দেওয়া হয়। এদিকে বেশ কিছুদিন ধরে রমিজ উদ্দিনের প্ররোচনায় ব্যবসার কথা বলে হেফাজউদ্দিন আরও ১০ লক্ষ টাকা যৌতুকের দাবিতে প্রায়ই হাসিনার ওপর শারিরীক ও মানসিক চাপ সৃষ্টি করে আসছিল।

[৪] নূরে আলম সিদ্দীকি আরও বলেন, একই দাবি অস্বীকার করায় গত ৮ ডিসেম্বর রাতে হেফাজ উদ্দিন ও রমিজ উদ্দিন লাঠি দিয়ে হাসিনাকে এলোপাথারী মারধর করে রক্তাক্ত জখম করেন। এ সময় তার ডাক চিৎকারে প্রতিবেশীরা এসে হাসিনাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং তার মাকে খবর দেয়। তবে আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়