শিরোনাম
◈ পোশাক খাত: ঘুরে দাঁড়ানোর বছরেও শেষ মুহূর্তের অশনি সংকেত ◈ ট্রাম্পের শুল্ক নীতির জবাবে ভারতে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা ◈ সংলাপ চলছেই, ঐকমত্য আটকে আছে শর্ত আর সংশয়ে ◈ ট্রাম্পের ৫ দিনের আলটিমেটাম: বাণিজ্য চুক্তি না হলে ৭০% শুল্কারোপের হুঁশিয়ারি ◈ আওয়ামী লীগ কার্যালয় পরিণত ‘ভুতুড়ে ভবনে’: গুলিস্তানে পরিত্যক্ত ভবনে মলমূত্রের দুর্গন্ধ, মাদক-জুয়ার আড্ডার অভিযোগ ◈ কোরিয়ায় 'লাভবাগ' আতঙ্ক: পোকার আক্রমণে নাজেহাল রাজধানী ◈ যা ঘটেছিল সেদিন, বর্ণনা দিলেন সেই এইচএসসি পরীক্ষার্থী ◈ পিএসসি সংস্কারের দাবিতে শাহবাগ ব্লকেড, পুলিশের সঙ্গে হাতাহাতি ◈ বাংলাদেশে ধর্ষণ নিয়ে উদ্বেগ বাড়ছে, প্রশ্নের মুখে রাষ্ট্রের ভূমিকা ◈ সরকারি চাকরিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২০, ১১:৩৯ দুপুর
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২০, ১১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১৭ ডিসেম্বর ইইউ’র আর্থিক সহায়তা পাবে পোশাক ও চামড়া খাতের বেকার শ্রমিক, প্রকল্পকে অবাস্তব বলছেন সংশ্লিষ্টরা

শরীফ শাওন: [২] করোনাভাইরাস মহামারিতে ছাঁটাই ও মজুরি কর্তনের শিকার গার্মেন্ট শ্রমিকদের সহায়তার জন্য ১১ কোটি ৩০ লাখ ইউরো দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বাংলাদেশের নতুন সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় গার্মেন্ট, চামড়া ও জুতা শিল্পে নিয়োজিত শ্রমিকদের প্রাথমিকভাবে তিন মাস ৩ হাজার টাকা নগদ সহায়তা দেওয়া হবে। বৃহস্পতিবার ইইউ কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

[৩] শ্রম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আখতারুল ইসলাম বলেন, প্রথম ধাপে ১৭ ডিসেম্বর কিছু শ্রমিকের মধ্যে এ সহায়তা প্রদাণ করা হবে। ফেব্রুয়ারী পর্যন্ত যারা চাকরি করেছেন এবং করোনার কারণে কারখানা লেঅফ, বন্ধ বা শারীরিক অসুস্থতা এবং দুর্ঘটনায় চাকরি হারিয়েছেন তারা এ সহায়তা পাবেন।

[৪] কমিটির এক সদস্য জানান, প্রথম ধাপে সহায়তা প্রদানের তারিখ ১০ ডিসেম্বর নির্ধারণ করা হলেও শ্রমিকের তালিকা তৈরি করতে না পারায় তারিখ পিছিয়ে দেয়া হয়। ইইউ’র অতীত সহায়তার অভিজ্ঞতা থেকে বলা যায়, পদক্ষেপটি শর্তের বেড়াজালেই আবদ্ধ। শর্তে, বেকার শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের পেরোল, ভোটার আইডি ও অ্যাকাউন্ট ও মোবাইল নম্বর চাওয়া হয়। যা সংগ্রহ করে তালিকা তৈরি করা প্রায় অসম্ভব। এছাড়াও ইইউ’র কর্মরতাদের বেতন প্রদাণেই অধিকাংশ অর্থ ব্যায় হয়। এ পর্যন্ত তিনবার তাদের কর্মী বদল করা হয়েছে।

[৫] বিজিএমইএ সহ সভাপতি এম এ রহিম বলেন, কতজন শ্রমিক সহায়তা পাবে, তালিকা এখনও তৈরি হয়নি। কার্যক্রমের সফলতার বিষয়ে এখনো বলা যাচ্ছে না।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়