শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২০, ০৯:২১ সকাল
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২০, ০৯:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণি ভাই হয়ে গেছেন গ্যাংস্টার!

ডেস্ক রিপোর্ট : চাকরি না পেয়ে গণি ভাই হয়ে গেছে গ্যাংস্টার। তার নামে কাঁপে এখন পুরো শহর। চাঁদাবাজি হোক কি কিডন্যাপ.. কী করে না গণি ভাইয়ের গ্যাং! গণি ভাইয়ের গ্যাংয়ের সক্রিয় সদস্য ডান হাত রোমিও, বাম হাত মজনু আর অজুহাত হীরামন।

অজুহাতের মন পেতে দুশ্চিন্তা ডান আর বামের। আর ওদিকে দুশ্চিন্তা গণি ভাইয়ের অন্য আরেক রকম-গ্রামে থাকা তার বউ আর মেয়ে যদি জেনে যায় তার গ্যাংস্টার হয়ে যাওয়ার কথা? যদি কোনোদিন ধরা পড়ে যায় সে?মানুষ যা ভাবেও না, কখনো কখনো তা হয়ে যায়। আর তাই তো গ্যাংবাড়িতে এসে উপস্থিত হয় গণি ভাইয়ের বউ মিতালি আর ছোট্ট কন্যা পাখি, যার ফলে সমূহ বিপদে পড়ে পুরো গ্যাং। বন্ধ হয়ে যায় তাদের কাজ। খারাপ মানুষগুলো নিজেদের ভালো হিসেবে উপস্থাপন করতে গিয়ে পড়তে থাকে মজার মজার বিপদে।সেই বিপদ চরমে উঠলে গ্যাংয়ে দেখা দেয় বিদ্রোহ। কোন দিক সামলাবেন গণি ভাই, নিজের গ্যাং নাকি পরিবার? এবার কি সত্যিটা প্রকাশ হয়েই পড়বে নাকি গণি ভাই বরাবরের মতো সামলে নিতে পারবে সব কিছু?এই রকম একটি গল্পকে উপজীব্য করে দীপ্ত টেলিভিশন মাল্টি ক্যামেরায় নির্মাণ করছে ৭ পর্বের ধারাবাহিক নাটক। ‘গ্যাংস্টার গণিভাই’ নাটকের চিত্রনাট্য করেছেন আহমেদ খান হীরক এবং এর সংলাপ লিখেছেন কলিন রড্রিক। পরিচালনা করেছেন মোস্তফা মনন ও ফিরোজ কবির ডলার।

এই নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন মীর সাব্বির। তার সঙ্গে দেখা যাবে তানজিকা আমিন, সুজাত শিমুল, তানভীর, মাসুদ, রোদেলা মির্জা, আনন্দ খালেদসহ আরো অনেককে।

‘মাল্টিক্যাম’ শুটিং নিয়ে পরিচালক মোস্তফা মনন বলেন, ‘মাল্টিক্যাম নাটক করার অভিজ্ঞতা দারুণ। রিহার্সেল করে একসঙ্গে চারটি ক্যামেরায় শুটিং হয়। এতে সময় কম লাগে এবং অভিনয় শিল্পীরাও অভিনয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আশা করছি এ নাটকটি বিনোদিত করবে দর্শকদের।’
সূত্র- বিডিমর্নিং

  • সর্বশেষ
  • জনপ্রিয়