ডেস্ক রিপোর্ট : চীনে সংখ্যালঘু উইঘুর মুসলিম সম্প্রদায়ের ওপর নিপীড়নের ঘটনা চলছে অনেক দিন ধরেই। যার প্রতিবাদে নিজের স্পন্সর প্রতিষ্ঠান ও চীনা মোবাইল কোম্পানি হুয়াওয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন বার্সেলোনার বিশ্বকাপজয়ী ফরাসি তারকা আন্তোয়ান গ্রিজমান।
অভিযোগ রয়েছে, ওই অঞ্চলের উইঘুর সম্প্রদায়ের ওপর নজরদারি করছে চীন। সে জন্য ফেসিয়াল রিকগনিশনের মাধ্যমে ‘উইঘুর অ্যালার্ট’ নামের সফটওয়্যারও বানিয়েছে তারা। যার নির্মাণে হুয়াওয়ের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ উঠেছে।
এর প্রতিবাদে বৃহস্পতিবার গ্রিজমান ইন্সটাগ্রামে বিবৃতি দিয়ে বলেছেন, ‘আমি হুয়াওয়েকে আহ্বান জানিয়ে বলছি যে, শুধু জড়িত থাকার বিষয়টি অস্বীকার করলেই আমি খুশি হচ্ছি না। বরং এই গণ নিপীড়নের নিন্দা জানিয়ে যত দ্রুত সম্ভব এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে সমাজের পুরুষ ও নারীদের অধিকার সমুন্নত রাখতে এর প্রভাবকে ব্যবহার করতে হবে।’
সূত্র-পিপিবিিডি.নিউজ