শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২০, ১২:৪৮ দুপুর
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২০, ১২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফাইজারের টিকা নেবেন নেতানিয়াহু, নাগরিকরা পাবে গ্রিন পাসপোর্ট

রাশিদুল ইসলাম : [২] ইসরায়েলের নাগরিকদের কোভিড সংক্রমণে ভ্যাকসিন নেয়ার পর গ্রিন পাসপোর্ট দেয়া হবে। দেশটির বেন গুরিয়ন বিমান বন্দরে ফাইজার/বায়োএনটেক ভ্যাকসিন এসে পৌঁছানোর পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রথম ভ্যাকসিন নেয়ার কথা জানানো হয়। জেরুজালেম পোস্ট

[৩] দিনে ৬০ হাজার ভ্যাকসিন ইসরায়েলি নাগরিকদের দেয়ার নিশ্চয়তা দিয়ে নেতানিয়াহু বলেন ভ্যাকসিন যাতে উৎসাহের সঙ্গে নাগরিকরা নেয় এজন্যে বিশেষ পাসপোর্ট সুবিধা দেয়া হচ্ছে।

[৪] নেতানিয়াহু প্রত্যেক ইসরায়েলি নাগরিককে ভ্যাকসিন নেয়ার নির্দেশ দেন।

[৫] ভ্যাকসিন নেয়ার পর দেশটির নাগরিকদের হাতে একটি কার্ড দেয়া হবে যা তাদের বিভিন্ন ইভেন্ট, শপিং মল ও বিভিন্ন পরিষেবাতে বিশেষ সুযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করবে। এধরনের ভ্যাকসিন আইডি কার্ড না থাকলে ব্রিটেনে ফুটবল খেলা দেখার টিকিট ও রেস্টুরেন্টে প্রবেশের সুযোগ দেয়া হবে না।

[৬] ৮০ লাখ ভ্যাকসিনের জন্যে ইসরায়েল ২৩৭ মিলিয়ন ডলার খরচ করেছে।

[৭] ভ্যাকসিন নেয়ার সঙ্গে সঙ্গে ইসরায়েলি নাগরিকদের মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা ও সমাবেশ না করার অনুরোধ জানান নেতানিয়াহু। দেশটিতে ধারাবাহিকভাবে নেতানিয়াহুর পদত্যাগ ও দুর্নীতির অভিযোগ বিচারের দাবিতে বিক্ষোভ করছে ইসরায়েলি নাগরিকরা।

[৮] ইসরায়েলের জনসংখ্যা ৯ মিলিয়ন এবং এপর্যন্ত দেশটিতে সাড়ে তিন লাখ মানুষ কোভিড ভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে ৩ হাজার মানুষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়