শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২০, ১০:৫৬ দুপুর
আপডেট : ১০ ডিসেম্বর, ২০২০, ১০:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে জাপা চেয়ারম্যানের কর্মসূচি

শাহীন খন্দকার: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের এমপির প্রেস সেক্রেটারী ২ খন্দকার দেলোয়ার জালালি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে আরও জানিয়েছেন, সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় থেকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওয়ানা করবেন। সেখানে সকাল সাড়ে ৮টায় জাতীয় পার্টি চেয়ারম্যান মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করবেন। এসময় বিরোধীদলীয় এই উপনেতার সাঙ্গে পার্টির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টায় জাতীয় পার্টি চেয়ারম্যান-এর বনানী কার্যালয় থেকে তিনি জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওয়ানা করবেন। সকাল ৭টায় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করবেন। এসময় তাঁর সাথে জাতীয় পার্টির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। বেলা ১১টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় সাংস্কৃতিক পার্টি আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন তিনি । জাতীয় সাংস্কৃতিক পার্টির আহবায়ক ও জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদের-এর সভাপতিত্বে অনুষ্ঠেয় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু সহ শীর্ষ নেতৃবৃন্দ বক্তৃতা করবেন। বেলা ৩টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় মুক্তিযোদ্ধা পার্টি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ও বক্তৃতা করবেন, জাতীয় মুক্তিযোদ্ধা পার্টি সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসহাক ভূঁইয়ার সভাপতিত্বে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়