শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২০, ১০:৩২ দুপুর
আপডেট : ১০ ডিসেম্বর, ২০২০, ১০:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্র্যাব-ওয়ালটন ক্রীড়া উৎসব : ম্যারাথনে আশিক শুটিংয়ে রাশেদ নিজাম চ্যাম্পিয়ন

ইসমাঈল ইমু : [২] ‘মাদককে বয়কট করুন খেলাধূলায় সুস্থ জীবন গড়ুন’ এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের আয়োজনে ওয়ালটন গ্রুপের সহযোগিতায় ওয়ালটন-ক্র্যাব ক্রীড়া প্রতিযোগিতার ম্যারাথন এবং শ্যুটিং অনুষ্ঠিত হয়েছে। ম্যারাথন দৌড়ে যুগান্তরের আহমেদুল হাসান আশিক এবং শ্যুটিংয়ে চ্যানেল ২৪ এর রাশেদ নিজাম চ্যাম্পিয়ন হয়েছেন।

[৩] বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শীতের সকালে বেশ উৎসবমুখর পরিবেশে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়। ক্রাইম রিপার্টার্স এসোসিয়েশনের সদস্যরা অংশ নেন। দৌড়ের শুরু থেকে আশিক সবার আগে ছিলেন। বাকীদের মধ্যে লড়াইটা ছিলো রানার্স আপ ও তৃতীয় স্থানের জন্য। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দৌড়ে বিডি নিউজ ২৪ এর কামাল হোসেন তালুকদার দ্বিতীয় এবং দৈনিক সংবাদের মাসুদ রানা তৃতীয় হন।

[৪] ম্যারাথনের পর সামান্য বিরতী দিয়ে শুরু হয় শ্যুটিং প্রতিযোগিতা। শ্যুটিংয়ে চ্যানেল ২৪ এর রাশেদ নিজাম ২৩ স্কোর করে চ্যাম্পিয়ন হন।শ্যুটিংয়ে দ্বিতীয় স্থানটিং চ্যানেল ২৪ এর। একই চ্যানেলের শাহরিয়ার আরিফ রানার আপ হয়েছে। আর তৃতীয় হয়েছেন ইউএনবির জাহাঙ্গির আলম।

[৫] প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফ এম ইববাল বিন আনোয়ার ডন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্র্যাব সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কামাল, ক্র্যাবের সাবেক সভাপতি খায়রুজ্জামান কামাল, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রায়হান আল মুগনি। প্রতিযোগিতা সার্বিকভাবে পরিচালনার দায়িত্বে ছিলেন ক্র্যাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইফ বাবলু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়