শিরোনাম
◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২০, ০৬:৪৭ সকাল
আপডেট : ১০ ডিসেম্বর, ২০২০, ০৬:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুটিংয়ের পুরো ক্ষতিপূরণ দিয়েই শশীকে ছায়াবাজি ছবি থেকে বিদায় নিতে হবে, বললেন পরিচালক সোলায়মান জুয়েল

ইমরুল শাহেদ: ছায়াবাজি ছবির নায়িকা মডেল ও অভিনেত্রী শারমীন জোহা শশী যে ছবিটি ছেড়ে দিয়েছেন সেটা অবহিত নন নির্মাতারা। তারা খবরটি শুনেছেন গণমাধ্যমের সাহায্যে। গণমাধ্যমকর্মীদের কাছে শশী অভিযোগ করেন, ছবিটির নির্মাতারা তার সঙ্গে প্রতারণা করেছেন।

তিনি অভিযোগ করেন, ‘প্রথমে আমাকে জানানো হয় এটি একটি নাটক। পরে জানানো হয় ওয়েব কন্টেন্ট। গল্পটি পছন্দ হওয়ায় নাটক থেকে ওয়েব হওয়ার পরেও কাজ করতে রাজি হই। কিন্তু কয়েকটি দৃশ্যের শুটিং করার পর মনে হলো ফিল্ম হচ্ছে। আমার ফিল্মে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তাই বিষয়টি বুঝতে পারি।

নাটকের একটি চরিত্র আমি ফিল্মে দেখতে চাই না বলেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’ ছবিটির পরিচালক সোলায়মান জুয়েল বলেন, ‘শশীর এসব অভিযোগ একেবারেই ভিত্তিহীন। তিনি আমাদের কিছু শর্ত দিয়েছিলেন সেগুলো অনেক পরিশ্রম করে রক্ষা করা হয়েছে। শর্তে তিনি বলেছেন মৌসুমী হামিদের নাম ছায়া থাকতে পারবে না। আমরা সেটা বদল করে মায়া করেছি। আমরা তাকে প্রথমে ওয়েব ফিল্মের কথা বললেও পরে তাকে ফিল্মের কথা বলা হয়েছে। সেটাতে তিনি একমত হয়ে পারিশ্রমিকও নির্ধারণ করেন। আমরা তাতেও রাজী হয়েছি।

এরপর তিনি শর্ত দেন শুটিংয়ের প্রথম দিনে তাকে কিছু পারিশ্রমিক আগাম দিয়ে একটি চুক্তিপত্রে সই করিয়ে নিতে। সে অনুসারে তিনি শুটিংও করেছেন। কিন্তু সমস্যা হয়েছে প্রথম দিনের ব্যস্ততার কারণে আমরা চুক্তিপত্রটা সই করাতে পারিনি। সেটা কোনো সমস্যা নয়। চুক্তিপত্র সই যে কোনো সময়েই হতে পারত। শুটিং শেষ করে তিনি আমার কাছ থেকে হাসিমুখে বিদায় নিয়েছেন। এখানে সমস্যা কোথায় হলো আমরা বুঝতে পারছি না।’

সোলায়মান জুয়েল বলেন, ‘গল্পে মৌসুমী হামিদ আসেন ছায়া হয়ে। তাও সেটা শশীর কল্পনার দৃষ্টিকোণ থেকে। গল্পে ছায়া মারাও যায়। সেখানে শশীই প্রধান নায়িকা।’ পরিচালক বলেন, ‘শশী কাজ করতে না চাইলে তাকে আমরা চাপ প্রয়োগ করব না। তিনি নাটক বা ওয়েব যাই বলেন না কেন তার জন্য আগাম টাকা নিয়েছেন। সে টাকা আমাকে ফেরত দিতে হবে। প্রথম দিনের শুটিংটা আমি তাকে কেন্দ্র করে করেছি। তিনি শুটিং না করতে চাইলে আমি অন্য কাজ করতাম। আমার সেই দিনটিকে তো আর তিনি ফেরত দিতে পারবেন না। তাকে শুটিংয়ের পুরো ক্ষতিপূরণ দিতে হবে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়