শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২০, ১২:৫৪ দুপুর
আপডেট : ১০ ডিসেম্বর, ২০২০, ১২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগ‌ঞ্জের বেলকুচিতে জোড়া খুনের পর এলাকা আতংক!

রেজাউল করিম: [২] বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের চর কোনাবাড়ি গ্রামে মঙ্গলবার (৮ ডিসেম্বর) সন্ধ্যার পর পিতা পুত্রকে কুপিয়ে হত‌্যার পর থেকে ঐ গ্রাম সহ আশ-পাশের গ্রামের মানুষের মাঝে আতংক বিরাজ করছে।

[৩] স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বেশ কিছু দিন হল ঐ এলাকায় কোন রকম অপ্রী‌তিকর ঘটনা ঘটেনি। পিতা পুত্রের হত্যাকান্ডের ঘটনায় ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। মাঠে, ঘাটে, হাট-বাজারেও মানব সমাগম কমে গেছে। গ্রামের মানুষের ভিতরেও চলছে শুনশান নীরবতা।

[৪] রাজাপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল আলীম জানান, হঠাৎ করে জোড়া খুন হওয়ায় এখানকার মানুষের মাঝে ভয় বিরাজ করছে। যার কারণে গ্রামটা দেখে অনেকটা জনশূন্য মনে হচ্ছে।

[৫] আর ইউপি চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ বলেন, জোড়া খুনের ঘটনার পর জনগনের মাঝে আতংক বিরাজ হওয়া স্বাভাবিক। তবে প্রশাসনের তৎপরতা দেখে মানুষের মাঝে যে উৎকন্ঠা সৃষ্টি হয়েছে তা থেকে মানুষের মাঝে কিছুটা হলেও স্বস্তি ফিরে পাচ্ছে।

[৬] এবিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বলেন, আমরা থানা প্রশাসন সর্বদা চেষ্টা করে আসছি আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য আর চেষ্টা অব্যহত থাকবে। তদন্তস্বার্থে এখনও আমরা ঐ ভাবে কিছু বলতে পারছি না। তবে আশা করছি খুব শীঘ্রই আপনাদের জানাতে পারবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়