শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২০, ১০:৩৩ দুপুর
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০২০, ১০:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারের কমলগঞ্জে শ্রমিক ইউনিয়ন নির্বাচনের জমজমাট প্রচারণা

সোহেল রানা : [২] উপজেলার বাস-মিনিবাস, কার মাইক্রোবাস শাখা ১২২৩ এর সড়ক পরিবহন শ্রমিমক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন ঘিরে প্রার্থীদের প্রচার-প্রচারণায় চলছে উৎসবের আমেজ। শীতের রাতে ও দিনে ঘন কুয়াশা উপেক্ষা করে প্রর্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে।

[৩] সরজমিন দেখা গেছে, পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে বাজার এলাকা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে প্রার্থীদের সরব প্রচারনা। ভোট প্রার্থনায় ব্যস্ত প্রার্থী ও প্রার্থীর ঘনিষ্টজনরা চায়ের দোকান থেকে শুরু করে হোটেল রেস্টুরেন্টে তুমুল আড্ডা হচ্ছে নির্বাচন নিয়ে। সব মিলিয়ে জমে উঠেছে কমলগঞ্জে শ্রমিক পরিবহনের নির্বাচন। নির্বাচনে ৭টি পদের জন্য ভোট লড়াইয়ে নেমেছেন ১৪ জন প্রার্থী।

[৪] ইতিমধ্যে দপ্তর, প্রচার লাইন সম্পাদক তিনজন ও সদস্য তিনজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

[৫] এক সূত্রে জানা যায়, নির্বাচনের তফসিল ঘোষণা অনুযায়ী আগামী ১৪ ডিসেম্বর সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত একটানা ভোট গ্রহন করা হবে

[৬] বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচত হয়েছেন দপ্তর সম্পাদক সুজেল আহমেদ,প্রচার সম্পাদক খলিল মিয়া ইব্রাহিম,লাইন সম্পাদক,জুয়েল মিয়া, সদস্য ছলিম, মামুন, রনি।

[৭] খোঁজ নিয়ে জানা গেছে, কমলগঞ্জ উপজেলার ১২২৩ এর ঐতিহ্যবাহী সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নে মোট ভোটার সংখ্যা প্রায় ২৩২টি। ভোটার কম হওয়ায় এ নির্বাচন আকর্ষণী ও প্রতিদ্ধন্ধিতা পূর্ণ হবে মনে করেন সংশ্লিষ্টরা।

[৮] আলাপকালে জানা যায়,কমলগঞ্জ উপজেলার সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের প্রথমবারের মতো নির্বাচন হচ্ছে।

[৯] আর এ নির্বাচনের মাধ্যমে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে সরাসরি গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত করতে পারবেন।

[১০] তাই এ নির্বাচনকে ঘিরে প্রার্থী এবং ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা দেখা দিয়েছে। এদিকে শ্রমিক ইউনিয়নের উন্নয়নের স্বার্থে যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করা হবে বলে জানিয়েছেন ভোটাররা। সম্পাদনা: জেরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়