শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২০, ১০:০৪ দুপুর
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২০, ১০:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালিয়াকৈরে ভূয়া সার্জেন্ট আটক

ফজলুল হক: [২] গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকা থেকে রবিউল ইসলাম (৪০) নামের ভূয়া সার্জেন্ট অফিসারকে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ। এ সময় তার সাথে থাকা সেনাবাহিনী লেখা লগো আইডি কার্ড, ওয়াকিটকি ও অন্যান্য আরো ৪ টি আইডি কার্ড জব্দ করা হয়।

[৩] পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত সোমবার রাত দশটার সময় উপজেলার কালামপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

[৪] আটক রবিউল ইসলাম (৪০) রংপুর জেলার তারাগঞ্জ থানার দোয়ালীপাড়া গ্রামের মৃত আজিজার রহমান এর ছেলে।

[৫] সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার চন্দ্রা মোড় থেকে মিজানুর রহমান নামের মোটরসাইকেল চালককে যাত্রী সেজে ভাড়া করে তারপর কালামপুর রতনপুর সফিপুর বাজার এলাকার বিভিন্ন জায়গায় ঘোরা শেষে কালামপুর দক্ষিণপাড়া ইয়াসিনের মাঠের কাছে এসে মোটরসাইকেল থামাতে বললে মোটরসাইকেল চালক গাড়ি থামায় পড়ে মোটরসাইকেল চালককে ভুয়া সার্জেন্ট পরিচয় দিয়ে তার কাছে টাকা দাবি করে এবং বলে এই মোটরসাইকেল চোরাই মোটরসাইকেল চালক মিজানুর রহমান মোটরসাইকেলের কাগজপত্র দেখালে তবুও নানা তালবাহানা করে, তর্কাতর্কির এক পর্যায়ে আসে পাশে থাকা লোকজন জমায়েত হলে, এলাকাবাসীর সহায়তায় তাকে আটক করা হয়। পরে সেখানে থেকে কালিয়াকৈর থানা পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে ।

[৬] কালিয়াকৈর থানার এস আই দেলোয়ার হোসেন জানান, আমরা রাত দশটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে টহল পুলিশ পাঠিয়ে থানায় নিয়ে আসি । এ ঘটনায় মামলা হয়েছে আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়