শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২০, ০৮:৪৭ সকাল
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২০, ০৮:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুজিববর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন

রাহুল রাজ : [২] মুজিববর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১’। আগামী ১০ জানুয়ারী রাজধানীর রাস্তায় অনুষ্ঠিত হবে এই ম্যারাথন। সোমবার ৭ ডিসেম্বর আয়োজক কমিটি বিষয়টি নিশ্চিত করেছে বিস্তারিত।

[৩] ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্তৃপক্ষ জানিয়েছে, প্রধানমন্ত্রীর অনুমোদন এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সার্বিক সমন্বয়ে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে এই ম্যারাথন আয়োজন করা হবে।

[৪] যেখানে দেশ-বিদেশের ১৮ বছরের উর্ধ্বে যেকোনো নারী-পুরুষ উভয় বিভাগে অংশ নিতে পারবেন। তিনটি ক্যাটাগরির মাধ্যমে এই ম্যারাথন অনুষ্ঠিত হবে। ফুল ম্যারাথন, হাফ ম্যারাথন ছাড়াও ডিজিটাল ম্যারাথন রয়েছে। ১০ জানুয়ারি সকাল সাড়ে ৬টায় আর্মি স্টেডিয়াম থেকে ম্যারাথনটি শুরু হয়ে হাতিরঝিল এলাকায় গিয়ে শেষ হবে। ডিজিটাল ম্যারাথন পৃথিবীর যেকোনো জায়গা থেকে করা যাবে। এই ক্যাটাগরিতে ১০ জানুয়ারি- ০৭ মার্চ ২০২১’র মধ্যে বয়স ভিত্তিক নিজস্ব সময়ে সুবিধাজনক স্থানে দৌড় সম্পন্ন করা যাবে।

[৫] ফুল ম্যারাথন-৪২.১৯৫ কিলোমিটার, হাফ ম্যারাথন ২১.০৯৭ কিলোমিটার ও ডিজিটাল ম্যারাথনে হাফ-৫ কিলোমিটার, ফুল-১০ কিলোমিটার অনুষ্ঠিত হবে। ম্যারাথনে অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। বাংলাদেশসহ পৃথিবীর যেকোনো জায়গা থেকে সেই রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে। দ্রুতই রেজিস্ট্রেশন সম্পর্কে জানানো হবে এবং সেটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। - প্রেস বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়