শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২০, ০৫:৩২ সকাল
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২০, ০৫:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২ বছরে বিএনপির ১০ জেলায় পূর্ণাঙ্গ কমিটি, মেয়াদোত্তীর্ণ আরও ৪১ জেলা

মিনহাজুল আবেদীন: [২] তৃণমূল পুর্নগঠনে উদ্যেগী হওয়ার পর দুই বছরে মাত্র ১০টি জেলায় পূর্ণাঙ্গ কমিটি করতে পেরেছে বিএনপি। আর ২৭ জেলায় করেছে আহবায়ক কমিটি। বাকি ৪১টি সাংগঠনিক জেলা চলছে মেয়াদউত্তীর্ণ কমিটি দিয়ে। তবে অনেক জেলায় কমিটি গঠনের পর প্রকাশ্যে দলীয় কোন্দল হয়েছে। ডিবিসি নিউজ

[৩] দলের নেতারা কর্মীরা বলছেন, ক্ষমতাসীন দলের বাধা আর করোনা মহামারির কারণে তারা তৃণমূল পুর্নগঠন ঠিকমতো করতে পারছেন না।
সর্বশেষ ২০১১ সালের সেপ্টেম্বরে ঘোষণা করা হয়েছিলো নরসিংদী জেলা বিএনপির কমিটি। দু’বছর মেয়াদী এ কমিটির মেয়াদ শেষ হয়েছে ৭ বছর আগে। নরসিংদী জেলা বিএনপি ও যুগ্ম-মহাসচিব সভাপতি খায়রুল কবির খোকন জানান, ‘দলের অনিবার্য প্রয়োজনেই আমাদের দায়িত্ব পালন করতে হয়েছে। দলের নির্দেশেই হয়েছে। ইচ্ছাকৃতভাবে তো সেখানে থাকিনি। কাউন্সিল সম্মেলনের মাধ্যমে দলে নতুন নেতৃত্ব আসবে। আমাকে থাকতেই হবে এমন কোন বাধ্যবাধকতা নেই’।

[৪] শরিয়তপুর জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম বলেন, ‘২০১৭ সালে কমিটি হয়েছে। কেন আবার কমিটি হচ্ছে না। এর থেকে উত্তরণের জন্য সিনিয়র এবং কেন্দ্রিয় নেতাদেরকে জবাবদিহি করলে উত্তর আসবে’। জাগোনিউজ

[৫] বিএনপি সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স বলেন, ‘আহ্বায়ক কমিটি দেয়া হয়েছে ২৭টি। পূর্ণাঙ্গ কমিটি দেয়া হয়েছে ১০টি এবং আংশিক কমিটি আছে একটা এই হলো ৩৮টা। আর বাকি যে ৪১টি কমিটি আছে, সেগুলোর মধ্যে অনেকগুলোর কমিটি আছে, অনেকগুলো মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে’।

[৬] বাগেরহাট জেলা বিএনপি সাবেক সভাপতি এম এ সালাম জানান, ‘বাগেরহাটে বিএনপি স্বচল করতে হলে আবার নেতাদের স্বক্রিয় করতে হবে। এখন যারা আছেন তারা অবশ্যই অযোগ্য বিধায় এখনো পর্যন্ত একটাও মিটিং করতে পারেনি’। [৭] এদিকে বাগেরহাট জেলা বিএনপি আহবায়ক কমিটি সদস্য কাজী খায়রুজ্জামান শিপন বলেন, একটা গ্রুপ আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে। আরেকটা গ্রুপ হয়তো বা কেন্দ্রের থেকে সাপোর্ট পাচ্ছে না’। তবে ফরিদপুর, নারায়ণগঞ্জে ও মাদারিপুরে বিএনপির কোনো কমিটি নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়