শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২০, ০৪:১৩ সকাল
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২০, ০৪:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ- ভারত সম্পর্ক নিয়ে ইসলামাবাদের কথা বলার সুযোগ নেই: এক্সপ্রেস ট্রিবিউনের বিশেষ প্রতিবেদন

আসিফুজ্জামান পৃথিল: [৩] সম্প্রতি বাংলাদেশি প্রধানমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের স্বাক্ষাৎকারের বিষয়ে এসবই উঠে এসেছে দেশটির গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক বিশেষ প্রতিবেদনে। তারা বলছে, সম্প্রতি ভারতের পাঠানো বিশেষ দূতের সঙ্গে দেখা করেননি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাকিস্তান ভেবেছিলো, এটি তাদের জন্য বড় কূটনৈতিক সুযোগ হতে পারে। পাকিস্তানি অর্থনৈতিক নিস্পেষণে ছিবড়ে হয়ে যাওয়া যে দেশটি নিজেদের প্রয়োজনে স্বাধীন হয়েছিলো, তারা আগেই পাকিস্তানকে ছাড়িয়ে গেছে। ইসলামাবাদ তাই চায় ঢাকার সঙ্গে বন্ধুত্ব। তবে শেখ হাসিনা স্পষ্ট করে দিয়েছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের দূরত্ব তৈরি হলেও, সেটি হবে ঢাকার একান্ত নিজস্ব বিষয়।

[৪] পাকিস্তানের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সাংবাদিকরা বলছেন, তাদের দেশ বাঙালির রাজনৈতিক অধিকার হরণ করে একটি সিন্ধি জমিদার পরিবারের স্বার্থ রক্ষা করতে যে গণহত্যা চালিয়েছিলো, সেটি বাংলাদেশের মানুষ সহজে ভুলে যাবে না। এজন্য যা কিছু করণীয় তা পাকিস্তানেরই।

[৫] তবে পাকিস্তান চেষ্টা করে চলেছে সম্পর্কোন্নয়নের। বাংলাদেশের পাকিস্তান বিরোধীতা ভারতকে ঘিরে আবর্তিত হয়, পাকিস্তানের কিছু মহলে এই ধারনা প্রচলিত আছে। কিন্তু তা সত্য নয়। বাংলাদেশের অবস্থান এক্ষেত্রে স্পষ্ট। পাকিস্তানকে স্বীকার করে নিতে হবে, তারা এই ভূখ-ে গণহত্যা চালিয়েছিলো, নিশর্তভাবে ক্ষমা চাইতে হবে এজন্য। ৭১ এর আগে পাকিস্তানের সমস্ত সম্পদের সুসম বণ্টন করতে হবে, দিতে হবে যুদ্ধের ক্ষতিপূরণ। আন্তর্জাতিক আইন ভেঙে পাকিস্তান বাংলাদেশকে রিজার্ভের সোনা দেয়নি, সেটি সুদে আসলে ফিরিয়ে দিতে হবে। এখন একটি প্রশ্নই থেকে যায়। পাকিস্তান কি সম্পর্কোন্নয়নে আসলেই আন্তরিক? সম্পাদনা: রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়