শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২০, ০৪:৫৬ সকাল
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২০, ০৪:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডের কারণে ওয়ানডে সিরিজ বাতিল করে দেশে ফিরছে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : [২] কোভিডের থাবায় বাধ্য হয়ে ওয়ানডে সিরিজ না খেলেই সাউথ আফ্রিকা থেকে ফিরে যাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট দল। সোমবার (০৭ ডিসেম্বর) যৌথ বিবৃতিতে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) আলাদা আলাদা বিবৃতিতে নিশ্চিত করেছে খবরটি।
[৩] দুই দেশের খেলোয়াড়দের শারীরিক এবং মানসিক অবস্থা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছে দুই দেশের ক্রিকেট বোর্ড। যেহেতু ৩ ম্যাচের ওয়ানডে সিরিজটি আইসিসির সুপার লিগের অন্তর্ভুক্ত। তাই এটি একেবারেই বাতিল হয়ে যাচ্ছে না। পরবর্তীতে সিরিজটি আয়োজনের জন্য বসবে দুই দেশের ক্রিকেট বোর্ড।
[৪] সিএসএ’র ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কুগান্দ্রে গোবেন্দার জানিয়েছেন, সম্প্রতি যেসব ঘটনা ঘটেছে (করোনা আক্রান্ত) তাতে সিএসএ কিংবা ইসিবি দুই পক্ষই বিষয়টিকে বেশ গুরুত্বসহকারে নিয়েছে এবং সিরিজ বাতিলের সিদ্ধান্তটিই এই মুহূর্তে সবচেয়ে যৌক্তিক বলে মনে করেছে। ইসিবিকে আমরা ধন্যবাদ দিতে চাই ওদের সার্বক্ষণিক সহযোগিতার জন্য।
[৫] শুক্রবার শুরু হবার কথা ছিল সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি। কিন্তু সাউথ আফ্রিকা ক্রিকেট দলের ২ জন খেলোয়াড়ের শরীরে করোনাভাইরাস এর অস্তিত্ব মিললে ম্যাচ শুরু হওয়ার দুই ঘন্টা পূর্বে ম্যাচটি বাতিল করতে বাধ্য হয় সিএসএ।
[৬] দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি শুরু হবার পূর্বেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। তবে এবার কোন ক্রিকেটার নন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন টিম হোটেলের একাধিক স্টাফ। ফলে এ যাত্রাতেও ম্যাচটি বাতিল করে সিএসএ। আর আজ (৭ ডিসেম্বর) পুরো সিরিজটিই বাতিলের সিদ্ধান্ত এসেছে।
[৭] ইংল্যান্ডের এর সফরে আগে দু’দল ৩ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল। তবে ওয়ানডে সিরিজের আগেই শুরু হয় করোনার আগ্রাসন।
[৮] গেল ১৭ নভেম্বর ইংল্যান্ড দল দক্ষিণ আফ্রিকায় পা রাখার পর থেকে এখন পর্যন্ত ৩ জন প্রোটিয়া ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন। অন্যদিকে ২ জন ইংলিশ ক্রিকেটারও করোনা পজিটিভ হয়ে দেশে ফিরে গেছেন আগেই।
- ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়