শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২০, ১১:১৬ দুপুর
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২০, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশের বিভিন্ন জেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

জেরিন আহমেদ: [২] কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে আজ সোমবার (৭ডিসেম্বর) বিক্ষোভে উত্তাল দেশের বিভিন্ন জেলা।

[৩] বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের আয়োজনে এ কর্মসূচিতে বক্তারা, উগ্রবাদী শক্তিকে মোকাবিলা করতে সরকারকে কঠোর হওয়ার আহবান জানান। প্রতিনিধিদেও দেয়া তথ্য অনুযায়ী-

[৪] সিলেট শহীদ মিনারের সামনে মানববন্ধন করে মুক্তিযোদ্ধা সংসদ মহানগর কমান্ড ও মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড। এসময় তারা, বঙ্গবন্ধু ও স্বাধীনতার বিরোধিতাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতিজ্ঞা করেন।

[৫] খুলনায় মানববন্ধন করেছে মহানগর মহিলা আওয়ামী লীগ। মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীন বাংলায় মৌলবাদীদের কোনও জায়গা নেই।

[৬] শরীয়তপুরের জেলা প্রশাসন কার্যালয়ের সামনে প্রতিবাদ কর্মসূচি করে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। উগ্রবাদী শক্তিকে মোকাবেলা করতে সরকারকে কঠোর হওয়ার আহবান জানান বক্তারা।

[৭] ময়মনসিংহ শহরে বিক্ষোভ মিছিল করেছে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। পরে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার বিচার চেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়।

[৮] সিরাজগঞ্জের শহীদ নাজমুল চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্বাধীনতা শিক্ষক পরিষদ। ভাস্কর্য ভাঙার তীব্র নিন্দা জানান শিক্ষক নেতারা। ভাস্কর্য ভাঙার পেছনে বিএনপি জামায়াত জোটের নীলনকশা রয়েছে দাবি করে পাবনায় মানববন্ধন করেছে স্বাধীনতা শিক্ষক পরিষদ। জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান বক্তারা।

[৯] এছাড়া ভাস্কর্যবিরোধীদের শাস্তির দাবিতে গাইবান্ধা, গোপালগঞ্জ, নরসিংদীসহ বিভিন্ন জেলায় প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।

[১০] সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ ও গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের আয়োজনে শহীদ আব্দুর রাজ্জাক পর্কে অনুষ্ঠিত হয়।

[১১]  মৌলবীবাজারের কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে কমলগঞ্জ গন মহাবিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কমলগঞ্জ উপজেলা চৌমুনীতে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

[৫] বাগেরহাটে সোমবার দুপুরে উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে সামনে সমাবেশে বক্তব্য দেন দলীয় নেতারা।

[৬] জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ ও সমাবেশ করা হয়েছে।
সোমবার বিকেলে লক্ষ্মীপুরের রায়পুরের মীরগঞ্জ বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটির নেতৃত্ব দেন লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক মোঃ বায়েজীদ ভূঁইয়া।

 

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়