শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২০, ১১:৩২ দুপুর
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২০, ১১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমৃত্যু কারাদণ্ড হলে বয়োবৃদ্ধদের দেখা-শোনার জন্য ব্যবস্থা রাখতে হবে: আইনজ্ঞদের অভিমত

এস এম নূর মোহাম্মদ: [২] একটি নির্দিষ্ট বয়সের পর একা চলা-ফেরার সামর্থ হারিয়ে ফেলে মানুষ। এমনকি প্রাকৃতিক কাজ সাড়তেও তাকে অনেক সময় অন্যের উপর নির্ভর করতে হয়। আর সে বয়সে পরিবারের লোকজনই সাধারণত পাশে থেকে তার দেখা-শুনা করে।

[৩] সম্প্রতি আমৃত্য ও যাবজ্জীবন কারাদণ্ড নিয়ে রায় দিয়েছেন আপিল বিভাগ। সর্বোচ্চ আদালত তার রায়ে বলেছেন, যাবজ্জীন বলতে ৩০ বছর বুঝাবে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও বিচারিক আদালত চাইলে কাউকে আমৃত্যু কারাদণ্ডও দিতে পারবেন। আর সে ক্ষেত্রে স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত আসামিকে কারাগারেই থাকতে হবে।

[৪] অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন বলেন, ওই সময় কারাবিধি অনুযায়ী নিশ্চয় ব্যবস্থা নেওয়া হবে। মেডিকেলে নিয়ে চিকিৎসা করাবে। তবে সাধারণ মানুষের সঙ্গে দণ্ডিতের অবস্থান আলাদা। আর কাউকে যখন ফাঁসি দেওয়া ছাড়া উপায় নেই, কিন্তু কোন কারণে দিচ্ছে না তখনই তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হবে।

[৫] সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বার কাউন্সিলের সাবেক চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেন, আমৃত্যু দিলেও সরকার তার ক্ষমতাবলে যে কোন আসামিকে মুক্তি দিতে পারে। আর কারাগারে থেকে বৃদ্ধ বয়সে অথর্ব হয়ে গেলে তার বিষয়ে সরকারকে ভাবতে হবে। অনেক দেশে নির্দিষ্ট বয়সের পর আসামিদের জন্য প্যারোলের ব্যবস্থা থাকে। আমাদের এখানেও এমন কিছু করতে হবে অথবা তাদের দেখা-শুনার জন্য বৃদ্ধাশ্রমের মতো করতে হবে। সেখানে আসামিদের দেখা-শুনার জন্য নার্সসহ প্রয়োজনীয় লোক নিয়োগ দিতে হবে।

[৬] সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, যদি কেউ এমন হয় যে, একা চলা-ফেরা করতে পারে না। সে ক্ষেত্রে সরকারকে নিশ্চয় ব্যবস্থা করতে হবে। কেননা দণ্ডিত হলেও সে মানুষ। তার সঙ্গে পশুর মতো নয়, মানবিক আচরণ করতে হবে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়