শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২০, ০৮:১৪ সকাল
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২০, ০৮:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুক্তিযোদ্ধা লায়ন প্রফুল্ল সিংহ এর রাষ্ট্রীয় মার্যাদায় শেষকৃত্যানুষ্ঠান

কামরুল ইসলাম: [২] করোনা সংক্রামনে পরলোকগমন করা শহীদ বুদ্ধিজীবি নূতন চন্দ্রের কনিষ্ঠ পুত্র মুক্তিযোদ্ধা লায়ন প্রফুল্ল সিংহ (৮১) কে রাষ্ট্রীয় মার্যাদায় রাউজানের গহিরা কুন্ডেশ্বরীর নিজ বাড়িতে শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়েছে।

[৩] শুক্রবার ৪ ডিসেম্বর সকাল ১০টায় রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের উপস্থিতিতে থানা পুলিশের একটি দল গার্ড অব অনার দিয়ে রাষ্টীয় মর্যদায় সম্মান জানান। পরে পরিবারের সদস্যরা ধর্মী আচার অনুষ্ঠান শেষে বাড়ির পূর্বপাশ্বের শ্মাশানে শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন করে।

[৪] লায়ন প্রফুল্ল সিংহ এর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর পক্ষে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম ও উপজেলা যুবলীগ সভাপতি জমির উদ্দিন এর নেতৃত্বে দলিয় নেতৃবৃন্দ। মরদেহে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন, পুলিশ, সাংবাদিক, রাজনৈতিক, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন।

[৫] উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম নগরীর ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রফুল্ল সিংহ মারা যান। তিনি আগে কিডনি, হার্টের রোগে আক্রান্ত ছিলেন। পরে তার শরীরে কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ে। বীর মুক্তিযোদ্ধা প্রফুল্ল রঞ্জন সিংহ যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছিলেন।

[৬] ১৯৭১ সালের ১৩ এপ্রিল সকালে রাউজানের গহিরার কুন্ডেশ্বরীর নিজ বাড়ির মন্দিরের সামনে গুলি করে তার পিতা দানবীর অধ্যক্ষ নূতন চন্দ্র সিংহকে হত্যা করেছিল ঘাতকরা। মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়